আমাদের কথা খুঁজে নিন

   

গেম রিভিউ::: প্রোটোটাইপ:::

সবাইকে রমজানের শুভেচ্ছা.....
Prototype [2009] Developer(s): Radical Entertainment Publisher(s): Activision Engine:Titanium Platform: PlayStation 3, Xbox 360,Microsoft Windows আপনারা কি অলইন ওয়ান টাইপের মতগেম চান? যেটাতে সব ধরণে সুপারপাওয়ার থাকবে আপনার হিরোর? তাইলে আর কতা না বাড়াই খেলা শুরু করেন প্রোটোটাইপ। কাহানী অবদ্যা গেম: অ্যালেক্স মার্সার। হ্যাতন হইলগিয়া আপনের হিরো। নিউইয়র্ক এর এক গবেষনা কেন্দ্র –থন হঠাৎ করি ভাইরাস ছড়াইতে থাকে। মানুষজন ব্যকে ইনফেক্টেড হওয়া শুরু করে।

নায়ক সাহেব কে আপনে পাইবেন সেম অবস্থায়। কিন্তুক তিনি বুঝতে পাইরতাসেন্না ক্যমনে কি হইল। কি আর করা। যাই নিজের বাপের নামটা খুজি বার করি। দেখি আমি কে? বিভিন্ন মানুষের মেমরী খুইজা বার করতে হবে আপনের পরিচয়।

ভাইরাসের বদৌলতে আপনের বিভিন্ন পাওয়ার আসতে থাকব। আপনে গেমের মধ্যে “যেমন খুশি তেমন সাজো” খেলতে হবে। মাইনষেরে ধইরা মাইরা কুচাকাটা কইরা তার মুখব্যদন গ্রহন কইরবেন। আপনে পাওয়ার আপনারে বানাইব “হাল্ক, স্পাইডারম্যান, সেমি সুপারম্যান, উল্ভারিন” আরো মেলা কিচু। গোটা সিটি আপনে মনের আনন্দে নাচা নাচি করতে পারবেন।

মারবেন ধরবেন আর সাইজ করে দিবেন। এইসব মারা মারি কাটাকাটি কইরা আপনে আপনের বাপ-দাদার পরিচয় জাইনতে পারবেন। পরিচয় জাইনতে অইলে গেমটা খেলবেন। ডেভূ কাহাণী: টাইটেনিয়াম ইন্জিন দিয়া রেডিকেল ইন্টারটেইনমেন্ট বানাইছে এই গেম। পাব্লিশ করসে একটিভিশন।

কৃতিচশমা: গেমপ্লে: অসাধারণ গেমপ্লে। অনেকে কাহিনী বাদ দিয়া খালি মারামারি কাটা কাটি নিয়াই ব্যস্ত থাকে। গ্রাফিক্স: ফ্রি রোমিং গেম হিসাবে গ্রাফিক্স অনেক ভাল। সিনেমাটিক: সাধারণ। কন্ট্রোল: থার্ডপারসন অ্যাকশন।

সাউন্ড: অসাধারণ। স্কোরকার্ড: ১। গেমপ্লে : ৮.৮ ২। গ্রাফিক্স : ৭.৫ ৩। সিনেমাটিক : ৭.২ ৪।

সাউন্ড : ৮.০ গড়ে স্কোর: ৭.৮৭ System requirements Minimum Windows XP/Vista Requirements Operating System Windows XP Service Pack 3, Windows Vista, or Windows 7 CPU Intel Core 2 Duo 1.86 GHz or AMD Athlon 64 X2 4000+ or better Memory 1 GB (XP) 2GB Hard Drive Space 8GB of uncompressed hard disk space (Plus 500MB for swap file.) Graphics Hardware DirectX 9.0c compliant card with 256 MB 3D hardware accelerator (NVIDIA 7800GT/ATI Radeon X1800 256 MB or better) and support for Pixel Shader 3.0 Sound Hardware 100% DirectX 9.0c compliant card ১৬বছরের নিচে যদি কেউ খেলে তাইলে তারে আমি সাইজ করে দিমু।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।