আমাদের কথা খুঁজে নিন

   

আপ সাইড ডাউন!



গিয়েছিলাম কাল সদরে, দেখি এক 'আল বদরে' চালায় গাড়ী 'ডাটসন' এই নিয়ে আট সন! মুক্তিযুদ্ধা কেরামত করছে গাড়ী মেরামত ঘামে ভেজা গা খানি করছে সেবা 'পা' খানি হারাম জাদা ইতরের গা গুলিয়ে বমি আসে নারী ভূড়ি ভেতরের! এখনো তার পরিস্কার মনে পরে সেদিনকার ঘটনাটা অবিরাম এই শালাকেই ঝুলিয়েছিল পিটিয়েছিল অবিরাম গুলি করতে বারণ করে যে ভুলটা করেছিল সেই খেসারত দিতে গিয়েই পা হারিয়ে পরেছিল। রক্তমাখা দেহটা পাশের গা'য়ের স্নেহাটা কেমনে যেন টেনে টুনে পৌছে দেয় গোহাটা। ওদের গা'য়েই সুগন্ধি আজ গাড়ীর গায়ে 'পতাকা' ইচ্ছে করে লাথ্থি মারি বলে রাখি কথাটা। দিবস টিবস এলে পরে খবর নেবার হিড়িক পড়ে দিনের বেলায় 'চেতনা' রাতের বেলায় ডিনার খায় মিলিত হয় জোছনায়। (আংশিক সংগৃহীত)।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।