আমাদের কথা খুঁজে নিন

   

সঘন চুম্বকের মহাদেশ

Sad Cafe

সঘন চুম্বকের মহাদেশ লিপ্তি ও নির্লিপ্তির মাঝখান দিয়ে বয়ে গেছে যেই নদী, তার নাম ঢালুতা। তার নাম সুর প্রবাহণ! তবু শ্রুতি নেই আমাদের, দৃষ্টি নেই। ফলত বিকল টেলিফোন আর কুন্ঠিত দূরবীণ কিছু ধরে রাখে আমাদের সংহতি প্রাণপণ। এই সঘন চুম্বকের মহাদেশে ধাতুবিদ নয়, বণিকের ছায়ারাই কেবল বিম্বিত এখন। আমরা কাঁধ দিয়ে ঠেলে রাখি সিসিফাসের মিথ, প্রথার করুণ পাথর। আমাদের সংলগ্নতা, চাপচাপ অনৈতিহাস গড়িয়ে আসে ধীরে। এইসব বিপন্ন বৃক্ষের বাকলে পুনঃপৌনিক লেখা রয় বাণিজ্যবায়ু। লিপ্তি ও নির্লিপ্তির মাঝখানে দাঁড়ায় মৃত নদী, ঘাস। _______ আন্দালীব

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।