আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ:::সেন্ট মার্টিন

"নব্য রাজাকার গোষ্ঠির প্রবেশ নিষেধ"

কিছুদিন আগে ঘুরে আসলাম সেন্টমার্টিনথেকে। এক রাত ছিলাম ঐ দ্বীপে। পিসি নিয়েগিয়েছিলাম সাথে,ওখানে থাকা অবস্থাতেই পোস্ট দিয়েছিলাম একটা Click This Link তখন অনেকেই অনুরোধ করেছিলেন ফটোব্লগ দেয়ার জন্য। আমরা প্রায় ৮০জন একসাথে গিয়েছিলাম। শত শত ছবি তুলাহয়েছিল।

আমি শুধু আমার ক্যামরার ছবি গুলো শেয়ার করলাম। যদিও খুব একটা ভালো ক্যামরা না। সাইজ কমাতে গিয়ে ছবির অবস্থা আরো খারাপ হয়েগেছে,দুঃখিত সে জন্য। টেকনাফ থেকে আসার পথে, লঞ্চের পেছনে। সেন্টমার্টিনের সকাল::::::::::::::::::::::::::: এই পাথরটাকে খুজেঁ পেয়েছি ছেড়াঁদ্বীপে, মানুষের মত মনে হয় না? এটা হুমায়ুন আহমেদের বাসা সেন্টমার্টিনের দুই শিশু..... ছেড়াঁদ্বীপের কাকঁড়া ভাজা::::::::::::::::::: আমাদের বাসায় কাকঁড়া খাওয়া হয় না,কিন্তু সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপের কাকঁড়া ভাজা বিশেষ কিছু।

না খেলে বুঝানো যাবে না সেন্টমার্টিন থেকে আসার কিছুক্ষন আগে তুলা:::::: গুড বাই সেন্টমার্টিন শেষ কথা হল, সেন্টমার্টিনে প্রতিদিন গড়ে ৭০০০ পর্যটক যায়,যেখানে সেখানে গড়ে উঠছে হোটেল,সবই অপরিকল্পভাবে। পরিবেশ সংরক্ষিত না হলে অদূর ভবিষ্যতে এটা মৃত একটা দ্বীপে রূপনেবে এটা প্রায় নিশ্চিত। আশা করি সেটা হবে না...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।