আমাদের কথা খুঁজে নিন

   

মরা শামুক তো ভাঙ্গে না !!!

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

দুপাশ আটকানো মরা শামুকের মতো মন আমার ! শত চেষ্টা করেও চেনা গন্ডির বাইরে পারি না যেতে, অজস্র মিথ্যা, ভন্ডামি ,কপটতা মুখ থুবরে পরে.. স্পর্শ করে, চলে যায় অসীম মূহুর্তে একাকার। জীবনের কঠিন ভাবনা গুলো আর্টিফিশিযেল ফাইবারের মতো ...জড়ায়,আলো ছড়ায় সরল সত্যে মিশে যায়। মনের দ্বীনতা ঢাকার ব্যর্থ চাল বুঝে সবায়, বিজ্ঞ জনের পরামর্শ বাধা পায় শামুকের গায়ে সময় চলছে, চলবে, মরা শামুক তো ভাঙ্গে না !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।