খুব ভোরে নীচতলায় থাকা সেজভাই এসে ডাকলো, আপা, রস খেতে চেয়েছিলেন, রস নিয়ে এসেছে রসওয়ালা, সাভার থেকে। মনে পড়লো- কিছুদিন আগে পরিবারের কয়েকজনসহ রাজবাড়ী বেড়াতে যাবার পথে সাভার পার হবার সময় ওকে বলেছিলাম রস খাওয়াতে, রসওয়ালা দেখলে ডাকতে। সেদিন পথে পাওয়া যায়নি। কাল ও সাভার যেতে বাসে রসওয়ালাকে হাড়িসহ উঠতে দেখে ওকে বলে দেওয়ায়, ভোরে হাজির। শান্তি করে অন্যদের খাওয়ালাম, হুমমম, নিজেও খেয়েছি।
সাভার যেয়ে নির্বাচন পর্যবেক্ষনের সময় গত শীতের ভোরে বহুদিন পর ঠান্ডা- সুশীতল মিষ্টি রস খেয়ে সবাই অনেক তৃপ্তি পেয়েছিলাম। মনে হয় যারা চান- তারা সবাই যেন রস খেতে পারেন। এখনকার দিনে কিছু লাগলে ওর বাসায় যেয়ে বলি এবং করি- 'ভাইয়ের বাড়ীর আবদার'। ও- ও আমার বাসা্য কিছু লাগলে আসে, এমনিও কখনো আসে। বলাবাহুল্য, চার ভাইবোন যার যার ফ্ল্যাটে বাবার বাড়ী এক ভবনে থাকি, ছোটবোনও কাছে্ই থাকে যার ছেলের মাধ্যমে এই ব্লগের খবর পেয়ে যোগ দেই।
দু্ঃখিত! আপনাদর যে কিভাবে রস খাওয়াই!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।