ক্লান্ত, বোধহীন, বিরক্ত
জগত-কাল-সংসার
বুড়ো আঙ্গুল দেখিয়ে
থেমে আছে দেয়াল-ঘড়ির কাঁটা।
সেকেন্ড-মিনিট-ঘন্টা ঘুরে
দিন-মাস-বছর,
তবে দম ফুরানো ঘড়িটার তাতে
কিছু যায় আসে না।
যেমন প্রস্তরযুগ হতেই নিশ্চল-স্থবির
অনন্তকাল জানিয়ে যাবে ভুল সময়
একদা নিপুণ কলকব্জা
নেয়নি গুনে অমূল্য সময়গুলো
দুরন্ত-ধাবমান চারপাশে
চুড়ান্ত অনীহা, ঔদাসিন্য প্রবল।
নির্বিকার আমিও নিষ্পলক
থমকে থাকা কাঁটায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।