আমি একজন মুক্তিযুদ্ধার সন্তান হিসেবে শাহবাগের গণজাগরণ মঞ্চে কাদের সিদ্দিকীকে ‘নব্য রাজাকার’ আখ্যা আপত্তি যানাই। কারুর মত যদি ভিন্ন হয় তাহলে সে কি রাজাকার হয়ে যায়? যদি এমনটা ই হতো আমাদের মহান নেতা সেখ মুজিব তিনিত তার মতাদর্শ স্বাধীনতার পর পরিবর্তন করেছিলেন; তাইলে কি আজকের এই নব্য মুক্তিযুদ্ধারা তাদের অঙ্গুলি এদিকেও দিবেন !যাদের বাপ কিংবা দাদা কেহই মুক্তি যুদ্ধ করেছেন কিনা সন্দেহ থেকে যাই ।তারাই আজ বুলি ছাড়ছেন মুক্তিযুদ্ধের পক্ষে ,কারন নেতা হওয়ার আশায়।ওরা কি জানেনা যার মুক্তিযুদ্ধ করেছিলেন তারা নেতা হওয়ার আশা করেন নি ,তারা মুক্তিযুদ্ধ করেছিলেন দেশ মা কে রক্ষার্তে তাদের আত্নদানে আজ আমরা একটা দেশ পেয়েছি।তাদেরকে কাছে সারাজীবন আমরা চীর ঋণী থাকব। আর নব্য মুক্তিযুদ্ধা নাম নেওয়া এই লোকগুলোর মূখোশ আজ উম্মুচিত তারা কি চাচ্ছেন সবাই আজ জেনে গেছেন।এক জন মুক্তিযুদ্ধাকে যদি রাজাকার গালি শুনতে হয় তাইলে রাজাকার অনেক ভাল ওদরে চেয়ে। আর মুক্তি যুদ্ধারা বেচেঁ আছেন শুধু শেষ ক্ষেতাব টুকুর আশায়; আর এমন কথা শুনবে বলেই ওরা মুক্তিযুদ্ধ করেছিল ! ছি -ছি কয়দিনের দেশপ্রেমিক যারা কিনা লেপটপের ভালবাসা আর বিনোদনের প্রয়াসেই আন্দোলন করছে ওদের কাছে জাতি এমন টা ছাড়া কি আর আশা করতে পারে? আজ তরুনদের অরুন নীশান মুক্তিযুদ্ধাদের বিপক্ষেই যাচ্ছে। যানিনা এই আতলামী আর কতদিন চলবে, আরো জানি কত মুক্তিযুদ্ধাদের বিবস্ত্র করা হবে?এরপর ও জাতি অপেক্ষা থাকবে এমন কোন আরেকটা আন্দোলনের জন্য যা কিনা সময় কাটানোর মত অবসর বিনোদন হবে , টিভিতে লাইভ ব্রড ক্রাস্ট নানান ভঙ্গিতে গালা গালী যা হবে সভ্যজাতিকে অসভ্যজাতি বানানোর পাঠদান মাত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।