আমাদের কথা খুঁজে নিন

   

আরও আরও গান ।। রহমান হেনরী

বাঙলা কবিতা

মনে রাখবে রাখবে করে নিজেরই অজান্তে তুমি ভুলে গেছ যাকে, সেই লোকটাকে, মধ্যরাতের হাওয়া ধূলিকণা ভেবে উড়িয়ে নিয়েছে কোনও দূরান্তের বিস্মৃতির বাঁকে; নেই তার ফিরবার আর কোনও তাড়া___ তবু যারা যারা মনে রেখে মাঝে মাঝে ডাকে___ সে কিন্তু তাদেরই ঘরে শরণ নিয়েছে মৌন ধূপশলাকাকে___ তার গন্ধ-ছড়ানো মৃদু আলো আর ছাইঝরা কালো ঘরের মেঝেতে রেখেছে নিভন্ত প্রাণ নিরালায় পেতে, একা একা, চুপে; আর সেই পুড়ে যাওয়া নির্বিরোধ ধূপে সে তার মননখানি ব্যপ্ত করেছে সংগোপনে; কিন্তু যদি কোনওদিন তোমারও মননে ভেসে ওঠে তার স্মৃতি___ সন্তাপে, সোনালি শঙ্কায়___ বহুদূর নদীপাড়ে অস্পষ্ট রেখায় দেখা যাবে, ফুটে আছে আরও এক নদী; তুমি সেই ঢেউয়ে ঢেউয়ে ভেসে যেতে যদি সীমাহীন জলছোঁয়া উদাসীন দিগন্তের কাছে___ তা হলে দেখতে পেতে___ আছে, মানুষের জীবনের আরও কিছু গূঢ় অর্থ আছে ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।