আমাদের কথা খুঁজে নিন

   

লাল সালু জেনারেল হইছে, তো কি হইছে?

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র

লাল সালুর ব্যান (জেনারেল) লাল সালুর সাথে আমার কোন কালে কোন দ্বন্দ হয় নাই, ঝগড়া হয় নাই। তাই কেউ শত্রুতা খুঁজতে যাইয়েন না। তার আর আমার মধ্যে গোলমালের কোন কারণও নাই, তিনি এক ধরণের ব্লগিং করেন আর আমি আরক ধরণের। কিন্তু, আমি তার ছড়ার সাথে ভালোই পরিচিত ছিলাম। কারন, তিনি খুব নিয়মিত ছিলেন, আর তার ছড়াও বেশ সুখপাঠ্য।

একবার তো লুল বিষয়ক একটা পোস্টে আমি আর লালসালু একযোগে ছড়া বানাইলাম, তার লিংক দেইখা উৎসাহিত হইয়া আমি বানাইলাম ছড়ার প্রথম ভাগ, সে পরের টুকু লেইখা ছড়া শেষ করলো। যাইহোক, মূল বিষয় হইলো লাল সালু জেনারেল হইছেন। কেনো হইছেন? ওনার একটা পোস্টএ ওনার এবং ঐ পোস্টে মন্তব্যকারীরা শালীনতার মাত্রা ছাড়াইছিলেন, এইটা উনি নিজেই স্বিকার করছেন। এখন, এর জন্য কি ওনারে জেনারেল করা উচিৎ হইছে? ঘটনা হইলো, আমার গত কয়েক মাসের অভিজ্ঞতা থেইকা দেখছি, এইখানে অনেক ব্লগার আছেন, যারা নারী বিষয়ক পোস্টে ভয়ঙ্কর সব কূরুচিপূর্ণ মন্তব্য করেন। কেউ পোস্ট করে শীতের দিনে মাইয়ারা পাতলা কাপর পরে কেন, আবার সেই পোস্ট অনেকে মন্তব্য করে, দেখতে তো ভালাই লাগে, উঁচা বুকের কথাও বলে কেউ কেউ।

লাল সালু যেই দোষে ব্যান (জেনারেল) হইছেন, সেই দোষে আরো অনেকরেই জেনারেল/ওয়াচ করা উচিত। তাইলে শুধু লাল সালু কেন? দুইটা কারণ থাকতে পারে, ১। তার নামে রিপোর্ট গেছে। ২। তিনি যেহেতু একজন জনপ্রিয় ব্লগার, তাই তার আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিলো, কারণ তার মাধ্যমে অন্যরা প্ররোচিত হইতে পারে।

ব্যান (জেনারেল) পরবর্তি লাল সালু জেনারেল হওয়ার পর লাল সালু কি করলেন? ওনার সব পোস্ট মুইছা দিলেন। এইখানে লাল সালু নামে একজন ব্লগার ছিলো লেইখা দিয়া আমার ব্লগে চইলা গেলেন। এইটা কি উনি ঠিক করলেন? আমার ব্লগে গেলে কোন সমস্যা না। আমার ব্লগে আমার নিজেরও আইডি আছে। ঐখানে আমিও ব্লগ লেখি।

ব্লগ কোন ঘর বাড়ি না যে একটা ছাইড়া আরেকটায় ঘটা কইরা যাইতে হবে। আবার তিনি আমার ব্লগে গিয়া নিজেরে সামহোয়ারইনব্লগ সমালোচনায় জড়িয়ে ফেলছেন, নারী বিষয়ক অশালিন মন্তব্যে যেমন নিজেকে জড়িয়েছেন। এইটাও কি ঠিক হইতাছে। আমি এই পোস্ট লেখতে গিয়া একটু চিন্তিত এই কারণে যে আমার কিছু দিনের আবিষ্কার যে ব্লগ রাজনীতি নামে একটা বিষয় আছে, যেই রাজনীতি বিষয়ে আমার কোনই আগ্রহ নাই। সুতরাং আমার এই পোস্টে কেউ ব্লগ রাজনীতির গন্ধ খুঁজবেন না, দয়া কইরা।

আমি এই ব্লগে এমন কয়েকজন ব্লগার কে চিনি যারা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়া ব্লগিং করেন, একজন কে চিনি যিনি তার ব্লগে দর্শন আর দার্শনিকদের বিষয় ছাড়া পোস্টই করেন না, এমন আরো অনেককেই দেখছি। ধর্ম আর রাজনৈতিক প্রশ্নে ঝগড়া কইরা এদের অনেকেই একাধিকবার জেনারেল হইছেন, তারা কি এইরকম কিছু করছে? তাদের কাজ তারা করে গেছেন, কখনো চুপচাপ মাইনা নিছেন, দ্বিমত থাকলে প্রতিবাদ করছেন, কিন্তু নিজেদের মতো ব্লগিং তারা কইরাই গেছেন, নিজের আদর্শিক মতাদর্শ, ধর্মিয় বিশ্বাস, সৃষ্টিশীল সাহিত্য এই নিয়া যারা কাজ করেন, তারা কাজ থামান না। আরে ভাই, এইটাতো ফেইসবুক না। ব্লগ একটা সৃষ্টিশীল যায়গা। সামুতে সেইফ হওয়ার পর অনেকেই যেই হারে আজেবাজে পোস্ট লিখা ফ্লাডিং করেন, তাতে এইখানে জেনারেলের পরিমান আরো বাড়ানো উচিত বইলা আমি মনে করি।

ব্লগটারে ব্লগ রাখি, দয়া কইরা ফেইসবুক না বানাই। “আওয়াজ” তো আছেই, তাই না? লাল সালুর ভক্তরা লাল সালুর জেনারেল নিয়া...... লাল সালু জেনারেল হওয়ার পর তার বেশ কয়েকজন ভক্ত একের পর এক পোস্ট করে যাচ্ছেন প্রতিবাদ করে। তাদের কারো কারো বক্তব্য “লাল সালুর মতো একজন জনপ্রিয় ব্লগারের বিরুদ্ধে এমন করা উচিত হয় নি”। আরে ভাই, জনপ্রিয়তা আবার নৈতিকতার মানদন্ড হইলো কবে, আমি জনপ্রিয় হইলে কি আমার অপরাধের ওজন কইমা যাইবো। উলটা তো বাড়ার কথা।

লাল সালুর জেনারেল হওয়ার পর আরেকটা মজার ঘটনা ঘটছে। রাগইমন কোন পোস্ট দিলেই তাতে মাইনাসের বন্যা বইয়া যায়, সেইখানে মাইনাস দেয়ার মতো কিছু থাকুক বা না থাকুক। লাল সালুর ভক্তরা মনে হইতাছে পণ করছে রাগইমন আইডি দেখলেই কইষা মাইনাস দিবে। এইটা কি ঠিক? লাল সালুরে আমি যতটুকু চিনি রাগইমনরে অতটুকুও চিনতাম না। যদিও তিনি অনেক পুরান ব্লগার, কিন্তু আমি যতদিন ধইরা এইখানে ব্লগিং করি, এই সময়টায় লালসালুরে যেমন দেখছি, রাগ ইমনরে অতটা না।

তাই আমি রাগ ইমনের পক্ষ নিয়া এই পোস্ট করতাছি, এমন কেউ মনে কইরেন না। তার লেখা প্রবন্ধটাও লাল সালুরে কাউন্টার দেয়ার জন্য লেখা হইছে বইলা আমি মনে করি না। লাল সালুর ভক্তদের উদ্দেশ্য বলবো, অন্ধের মতো আচরণ কইরেন না। লাল সালুর ছড়া ভালো লাগে, তার সাথে খাতির ছিলো, তিনি জণপ্রিয় ছিলেন, এইসব কারণে কি আপনে তার জেনারেল হওয়ার পিছের দোষ এবং জেনারেল পরবর্তি তার কার্যাবলিরে সমর্থন করবেন? ভাইয়েরা, এই ব্লগে অনেক ভালো ব্লগার আছে যারা জেনারেল হইলে আপনাগো কারো কিছু আসে যায় না, তাগো দোষ একটাই, তারা মজার মজার ছড় লিখতে পারে না। যেই কারণে এই পোস্টঃ ১।

যারা ব্লগে লেখেন, তারা এদেশের শিক্ষিত মানুষ। নারী বিষয়ে তাদের কাছ থেকে কূরুচিপুর্ণ/সামন্তবাদী দৃষ্টিভঙ্গি কাম্য না। টিভিতে নারীদের যারা পণ্যে পরিনত করেন, তাদের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আপনি নিজেই সেই একই ধরণের বক্তব্য দিচ্ছেন কিনা খেয়াল কইরেন। ২। ব্লগ একটা সৃষ্টিশীল যায়গা।

এই ব্লগে অনেক সদস্য। তাই দয়া কইরা ফ্লাডিং বর্জন করি। ৩। জনপ্রিয়তা দিয়া কারো কাজকর্মের বিচার না করি, আর নিজে জনপ্রিয় হইলে নিজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।