আমাদের কথা খুঁজে নিন

   

মুখ তুলে চাই,আজকে আকাশ....

মুন রিভার ...
(যাদের মনে আজ আনন্দের অনুভুতি ছিল,এই লেখা শুধুই তাদের জন্য!) আজকে আকাশ মুখ তুলে চাই উধাও পাষান ভার, আজকে যত দুঃখ উধাও মন ভালো সবার।। অনেক প্রহর বিবর্ন আর অনেক উপহাস আজকে ছুটি,মুখটা লুকায় ভুলের ইতিহাস।। 'ইতিহাসে পচন ধরে'! বলেছিলো যারা ইদুঁর যদি বাঁচিয়ে রাখো পাবেই তো আশকারা।। ভীড় ঠেলে তাই সামনে দাঁড়ায় প্রজন্ম বিস্ময় হাসছি দেখে,ঘাতক দোসর করছে অনুনয়।। ভীড় ঠেলে তাই সামনে দাঁড়ায় প্রজন্ম বিস্ময়....... ভীড় ঠেলে আয়,সামনে দাড়া....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।