আমাদের কথা খুঁজে নিন

   

এ এক অন্য প্রেম, অন্য ভালোবাসা

পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি

"কত দুর আর কত দুর পথের ক্লান্তি ভুলে, স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হবো........... আধারের ভ্রুকুটিতে ভয় নেই জানি তোমার চরনে মাগো পাবো ঠাই কত দুর আর কত দুর.............." আজ কত দিন মায়ের হাতের রান্না খাইনা। হোস্টেলে থেকে পড়াশুনা যে কি কষ্টের তা যারা মেস অথবা হোস্টেলে থাকেন তারাই ভালো বুঝেন। এখানে সবচেয়ে বড় কষ্ট হলো খাবারের। এমনিতেই আমি একটু ভোজনরসিক। এ নিয়ে বন্ধু মহলে আমার একটা সুনাম র‌য়েছে। যে কোন আয়োজনে তারা আমাকে নিমন্ত্রন করতে ভুল করেনা। University লাইফ প্রায় শেষ, হয়ত এই কষ্ট লাঘব হবে কিন্তূ আমার এই বন্ধু গুলানরে আমি খুব মিস করব। যাদের সাথে জীবনের এত মূল্যবান সময় গুলো অতিবাহিত করলাম তাদেরকে কি করে ভুলে যাই ? আমার আজকের পোষ্ট টি আমার সকল বন্ধুদেরকে উৎসর্গ করলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।