আমি গৌরী সেন। টেকা বিলাইতে বিলাইতে কাহিল হয়া যাইতেসি। কিন্তু আমার ভান্ডার আর শেষ হয় না। কারো টেকা পয়সা লাগলে অতিসত্বর kangalgourisenএটgmail.com এই ঠিকানায় যোগাযোগ করেন।
ঈশ্বর বিশ্বাস বা তাঁর অস্তিত্ব আছে কি না এই ভাবনাটাই আমার জাগ্রত সময়ের প্রায় পুরাটা জুরে বসে থাকে।
মানে এই নয় যে আমি একজন গবেষক। বরং বলা যায় ফ্রিল্যান্স থিংকার, টার্মটা নতুন মনে হলেও বোধহয় এটাই অনেকের সাথে খাপ খায়। অবশ্য আছে কি নেই প্রশ্ন করা মাত্রই অধিকাংশ ধর্ম মতে আপনার বিশ্বাস বা ধর্ম হালকা হয়ে গেলো। আমাদের দেশের সবচে' প্রচলিত ধর্ম ইসলামের পরিভাষায় বলা যায় ইমান হালকা হয়ে যাওয়া বা ইমান চলে যাওয়া। অর্থাৎ, এ প্রশ্ন বা এই ভাবনাটাই নিষিদ্ধ।
এছাড়াও আরো অনেক বিষয় আছে যার উপর একজন ধর্মভীরুকে বিনা প্রশ্নে, বিনা বাক্যব্যায়ে, বিনা ভাবনায় বিশ্বাস আনতে হয়। প্রশ্ন জাগে মনে কেন এই বাধা? কেন এই সীমানা রেখা টানা?
ইউটিউবে রিচার্ড ডকিন্সের ৫ খন্ডে বিভক্ত একটা ভিডিওচিত্র আছে। দ্য রুটস অফ অল ইভিল। হয়তো অনেকেই দেখেছে। চাইলে যে কেউ দেখতে পারেন এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।