আমাদের কথা খুঁজে নিন

   

ঘর হইতে দুই পা ফেলিবার প্রাক প্রস্তুতি পরর্



আমি একজন অর্ন্তমুখী মানুষ, দূরবীন এর হেমকান্তের ন্যায় আমার গায়ের উপর এসে পড়া সমস্যা গুলোকে পাশ কাটিয়ে বাচার চেষ্টা করি, কিন্তু হেমকান্তের ন্যায় আমার জমিদারি নেই অতএব কিছু সমস্যা কাধে নিতেই হয়, হেমকান্তের ন্যায় নির্জনস্থানে ঘোড়াগাড়ির পাদানিতে বসে আকাশ পাতাল ভাববার অবসার আমি পাই না, কিন্তু লোকাল বাসের চিপায় বসে লোকজনের ঠেলাঠেলি স্বত্তে ও জ্যামের নগরী ঢাকার রাস্তায় আমার সময় ভালই কাটে। আমার মনের ভিতর ঢুকে পড়ার আসল সমাই যে ওটা'ই, আমি নির্জনতা পেয়ে যাই আমার মনের নির্জনতা। আমি আকুল সাগরে ভাষতে থাকি আমার সাথে আর ও কত কি ভাষে, আমি তাকিয়ে দেখি ধরার চেষ্টা করি কিন্তু ধরতে পারিনা। আমি কোন তল খুজে পাইনা আসলে কোন তল খোজার চেষ্টাও করিনা। বিভিন্ন চিন্তার মাঝে তখন বসবাস করতে থাকি, লক্ষ যোজন মাইল দূরত্ব একটা থেকে আরেকটা তারপরও একসাথে একই যাইগায় বসে পেয়ে যাই আমি এ যেন টাইম মেশিনে পরিভ্রমন। মাঝে মাঝে বুকের ভেতরে একটা চিনচিনে ব্যাথা হয় আমি অসম্ভব সুখ অনুভব করি আমার ভেতরে।আমার চারপাশে কতনা ঘটনাপ্রবাহ আমার চক্ষু দ্যাখে আমি দেখিনা হঠ্যাৎ করে কোনটা আমার মস্তিষ্কে ক্লিক করে আমি বাস্তবে ফিরে আসি তাকিয়ে দেখি রাস্তার পাশে শোভা বর্ধনের জন্য লাগানো লাল-নীল পতাকার নিচে নিজেদের জীবিকার হাতিয়ার চাঙরির ভেতরে কুকুর কুন্ডলী পাকিয়ে ঘুমিয়ে আছে মানুষ! কেউ কেউ বলে ওঠে, আহা কিভাবে ঘুমায়, কত কষ্টের ঘুম! আমার মনে প্রশ্ন জাগে আসলে ঘুমটা কষ্টের মানুষ ঘুমিয়ে গেলেকি স্বপ্ন ছাড়া কোন বৈষায়িক অবস্থা তাকে কষ্ট দিতে পারে। মনে হয় মানুষগুলো সবচাইতে শান্তির ভেতর আছে, জেগে উঠলেই তো আবার শুরু হবে যুদ্ধ, জীবিকার জন্য যুদ্ধ!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।