আমাদের কথা খুঁজে নিন

   

"মা হচ্ছেন পুরুষ স্কট!!!"


মা হতে চলেছেন স্কট। প্রতি মুহুর্তে বিশ্বে কয়েক হাজার শিশু জন্ম নেয়। সেখানে স্কটের অভিনবত্ব কোথায়? উত্তর একটাই--স্কট পুরুষ!! পুরুষ হওয়া সত্বেও তিনি অন্ত:সত্ত্বা হয়েছেন এবং আগামী মাসে তিনি মা হবেন। স্কটের আগে অভিনবত্বের দাবিদার মাত্র একজনই। নাম টমাস বেটি।

ব্রিটিশ দৈনিক 'ডেইলি মেইল' জানিয়েছে, সব ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারীর গোড়াতেই মা হবেন স্কট। স্কট অবশ্য জন্মেছিলেন মহিলা হয়ে। তাঁর নাম ছিল লরা। পরে তিনি লিঙ্গ পরিবর্তন করেন। ট্রান্স-জেন্ডার হলেও জৈবিকভাবে তিনি সন্তান ধারণে সক্ষম ছিলেন।

তাই তিনি সিদ্ধান্ত নেন মা হবেন। 'ডেইলি মেইল' - কে স্কট জানিয়েছেন, "২০০৮ সাল থেকেই আমি চাইছিলাম মা হতে। ২০০৯ এ জানতে পারি, আমি অন্ত:সত্ত্বা। জেনে খুশিতে শপিং এ গিয়েছিলাম। লিঙ্ক: Click This Link
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।