আমাদের কথা খুঁজে নিন

   

~ রুপকথা ৪ ~

~ ভাষা হোক উন্মুক্ত ~
ঘুম থেকে জেগে উঠে চোখ ঠিকমত না খুলেই বাবুর আবদার - "পাপাটাকে ফোন করেননা একটু, কথা বলি"। ফলে ছেলের মা'র এসএমএস "ফ্রি থাকলে ফোন দাও, তোমার ছেলে কথা বলবে"। ফ্রি ছিলামনা, কাজ করছিলাম, কিন্তু আমার ছেলেকে দেবার জন্য সময়ের অভাব কোন কালেই হয়নি। ~ হ্যালো, বাবুনী ... কি হয়েছে? = পাপা, পাপা - আপনি তখন এথে পলবেন? (সদ্য ঘুমভাঙ্গা ভীষন রকম আদুরে গলা) ~ কেন রে পাপা, পাপা এসে পড়লে কি হবে? = আপনি এথে আমার ওনেটে (ওয়ালেট) তাকা দিয়ে দাবেন ~ হা হা হা ... আমি তোর তোমার আম্মির কাছে টাকা দিয়ে দিয়েছি তোমাকে দেবার জন্য, দেয়নি? = দিয়ে থিলো তোই ~ সেই টাকা শেষ করে ফেলেছো? = হুম ... ~ আহা রে ... আচ্ছা, আমি আবার টাকা পাঠিয়ে দিবো। তুমি টাকা দিয়ে কি করো? = আমি আত্তিলিম কাই, তক্কেত কাই, মিত্তি কাই ... ~ হা হা হা ... আমি যখন ছিলাম তোমার কাছে, তখন তো তুমি কিছুই খেতে পারতে না, তোমার দাঁতই উঠেনাই তখন = এখন তো পালি ~ আচ্ছা, তোমার কি মনে আছে, তোমার পাপা ছোটবেলায় তোমাকে কি কবিতা বলিতো? = হুম ... মনে আতে ... পাপাতা পাপুতা ... ~ আমাকে একটা কবিতা শুনাবা? = না, মাত্ত ঘুম দিয়ে উতেথি ~ আচ্ছা ... এখন তাহলে তুমি কি করবে? = আমি এখন তিত কত্তে দাবো ~ তুমি আর বিছানায় টিটি করো না? = হু ... কলি তো ~ হায় হায় ... তুমি না বড় হয়ে গেছো? = আমি তো একতা থিথু (শিশু) ~ হা হা হা ... তুমি তো শিশুই। = পাপা পাপা ... হ্যাপি (কাজের মেয়ে) আমাকে খেলতে দেয়না ~ তোমার আম্মিকে বলো ... হ্যাপিকে বকে দিবে, আর আরেকবার এমন করলে বলবা যে তোমার পাপা এসে হ্যাপিকে একটা আছাড় দিবে = আত্তা ... একন রাকি, তিতি এসেসে ... বাই ~ আচ্ছা পাপা, আল্লাহ হাফেজ ... কৃতজ্ঞতাঃ বাবুর এই ছবিটা অদিতির (Kisuna) তোলা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।