আমাদের কথা খুঁজে নিন

   

অল ক্রেডিট গোজ-টু ইমরান এইচ সরকার! ব্লগ নেই একটাও তারাই নাকি ব্লগার

শাহাবাগ আন্দোলনে প্রথম দিনে যারা স্বপ্রনোদিত হয়ে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে আমিও ছিলাম একজন। তবে সেই আন্দোলনে অংশ নেয়ার দাওয়াত আমি ব্লগ থেকে পাইনি, পেয়েছিলাম ফেসবুকে একজনের ষ্ট্যাটাস দেখে। যাওয়ার পর শুনলাম এই আন্দোলের ঢাক দিয়েছে আমাদের ব্লগার আ্যকটিভিটি ফোরাম। কিন্তু সেখানে যেয়ে কাউকে না চিনতে পারলেও বিচলিত হইনি, কারন ব্লগে আমার মত কত জনই তো ছদ্ম নামে লিখে তাই না চিনতে পারাটা দোষের কিছু নয়। এরপর বাসায় ফিরে শাহাবাগের আন্দোলনের বেশীর ভাগ খবরই আমাকে নিতে বা পেতে হয়েছে বিভিন্ন টিভি চ্যানেল থেকে। আমি ভেবে ছিলাম আন্দোলনের রুপকার যেহেতু আমরা সাধারন ব্লগাররা তাই আন্দোলনের সব খবর আমরা ব্লগ থেকে পাব এবং তাদের কাছ থেকে পাব যারা সামনে থেকে এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন, কারন তারা তো দেশবাসীর কাছে প্রথম শ্রেনীর ব্লগার নামেই এখন সমধিক পরিচিত। কিন্তু আমি দু:খিত। এসব কিছুই হচ্ছে না এবং সামনেও হবে বলে মনে হচ্ছে না। কারা ঠিক করছে আন্দোলনের রুপ রেখা? একজন সাধারন ব্লগার হিসাবে আমি তা জানতে চাই? যেখানে একটি ছবি সম্পর্কে কারো ভালো লাগা না লাগা আমরা পোষ্ট দিয়ে জানতে চাই, সেখানে কি এই আন্দোলনের রুপ রেখা বা ভবিষ্যত কর্মপন্থা কি হবে তা ব্লগের মাধ্যমে জরিপ করা বা জানতে চাওয়া যেত না?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।