আমাদের কথা খুঁজে নিন

   

২১ সে ফেব্রুয়ারী ও কিছু কথপকথন

অতি সাধারণ একটি মেয়ে সালাম : কিরে, মুখ কালো করে বসে আছিস কেন? বরকত : আজ ২১ শে ফেব্রুয়ারী ভাই! সালাম : এতে মন খারাপ এর কি হল? বরকত : মোন খারাপ এর কিছু নাই রে ভাই। এটা তো আনন্দের দিন। এই দিনেই তো আমরা পেয়েছিলাম আমাদের প্রাণ এর চেয়ে প্রিয় ভাষাকে! কিন্তু খারাপ লাগে, যখন দেখি মানুষ শুধু একটা দিন নিয়েই মাতামাতি করে! বাংলা ভাষা কি একদিন এর ভাষা? তুই ই বল ভাই? ৩৬৪ টা দিন ভাষাকে বিক্রিত করে ১ দিন শুদ্ধ ভাষায় কথা বললেই কি সব ঋণ শোধ হয়ে যাবে ভাই? সালাম : থাক ভাই, মন খারাপ করো না। শহীদ মিনারে যায় তো আমাদের জন্যই। বরকত : সে যাক, কিন্তু একটা জিনিস দেখস? একটা দিনও কি তাদের মধ্যে কেউ যায় আমাদের কবর টা জিয়ারত করতে? নামাজ পরে কি কেউ এক বেলা দুয়া করে আমাদের জন্য? কেউ কি দেখে আমাদের পরিবার এর কে কোথায় আছে? কিভাবে জীবনযাপন করছে? তাদের মধ্যে কি একজনও তাদের বিপদের সময় এগিয়ে যায়? সালাম : সেটা ঠিক আছে, কিন্তু ভাই, যত কিছুই করুক না কেন, তাদের মনের এক কোনায়, খুব সামান্য পরিমানে হলেও আমাদের জন্য ভালবাসা আছে। আমাদের এই মধুর ভাষা, যার জন্য রক্ত দিলাম তার জন্য ভালবাসা আছে,শ্রদ্ধা আছে। হোক না সে এক দিন এর জন্য। বরকত : হুম, এই কারনেই তো বড় আশা নিয়ে তাদের দিকে আমাদের চেয়ে থাকা!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।