আমাদের কথা খুঁজে নিন

   

রেল লাইনে একপা একপা করে ............

আমি এখন আছি তবে থাকবো কিনা জানি না।"কবি'র কবিতা সে তো পাঠকেরই ঋণ।"

আমার দেখা এক মানুষ সে তো শুধু মানুষ ! শতদুঃখের মাঝে ও মুখে হাসি লেগেই থাকে অফিসে, আড্ডায়, গানের আসরে মাতিয়ে রাখে সর্বক্ষন। জানে না ভবিষ্যৎ,নেই ভাবনা ! সবার প্রতি প্রচন্ড বিশ্বাস,একান্ত্ আপন ভাবার শক্তি। সামান্য দূঃব্যবহার; মনের আয়না ভাংগে গাড়ীতে মেয়েটির বক্র চাহনি ! চুংগামের তীব্র ঈশারা চোখের গভীর অন্ধকার, মাথায় জমাট স্মৃতি-ব্যাথা পাহাড়ের গায়ে লেপ্টে থাকা বৃষ্টি ভেজা রাতের আদিমতা। অভদ্র সে,হঠাৎ নীরব,হঠাৎ পাষন্ড , সকলের অভিযোগ সে মাথা পেতে নেই পতন আসন্ন জেনেও লড়ে যায়। সবায় কে খুশী করার চেষ্টা করে না পেরে sorry বলে। আমার দেখা এক মানুষ সে তো শুধুই মানুষ ! ভাগ্যের চেয়ে ও দূঃভাগ্যকে মেনে নেয় রেল লাইনে একটা বীটের উপর দুরে দৃষ্টি রেখে একপা একপা করে হারিয়ে যায় ............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।