আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমাদের গৃহে এলো নতুন অতিথি

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

আজ আমাদের গৃহে এলো নতুন অতিথি স্রষ্টার পুরস্কারের ডালা হাতে নিয়ে, সৃষ্টি সুখের উল্লাস লয়ে, আজ আমাদের গৃহে এলো নতুন এক অতিথি। আমার দ্বিতীয় পুত্র সন্তান। বাংলাদেশ সময় দুপুর একটায়, নিজদেহ থেকে আবির্ভুত আরেকটি দেহখণ্ড ধরণীর মুখ দেখলো। খুশীর এই আনন্দঘন মুহুর্তে সবার নিকঠ দোয়াপ্রার্থী হলাম, তার জীবনের অনাগত দিনগুলো যেনো হয় স্বর্গীয় আমেজভরা। গত মাসের সাতাশ তারিখ ছিলো প্রথম সন্তানের ৩য় জন্মদিন। জন্মতিথি সৈয়দ নূর রায়হান কামাল ২৬শে জানুয়ারি ২০১০ খৃষ্টাব্দ ১৩ই মাঘ ১৪১৬ বঙ্গাব্দ ১১ই সফর ১৪৩১ হিজরী রোজ মঙ্গলবার দুপুর ০১.০০ টা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।