আমাদের কথা খুঁজে নিন

   

মন খারাপ পোস্ট............

স্বপ্নীল.......স্বপ্ন যেথা নীল......দিগন্ত ছুঁয়ে আকাশ যেমন বিলীন......

তামিম আর জুনায়েদের খেলা দেখে একটু হলেও আশায় বুক বাধছিলাম বাট দুজনই মুহুর্তের মধ্যে আউট হয়ে গেল। মনটাই খারাপ হয়ে গেল আজকের দিনটা অন্তত ওরা ঠেকাবে এটুকু আশা ছিল তাও হলো না... তারপরেও তামিমকে সেলুট তার রেকর্ড করা স্কোরের জন্য!!!! এখন আমাদের আমড়া কাঠের জিনিয়াস মশাই কি করে তাই দেখার বিষয়.. শেবাগের কথা মনে হয় আমাদের খেলোয়াড়রা প্রমান করেই ছাড়বে........... বাংলদেশ শেষ পর্যন্ত --- 228/3 সবশেষে বাংলাদেশ টিমের পায়ে ধরছি,,,,,, ভাই তোরা একটু ভাল খেল....শেবাগের পিছনে অনেক জুতা খরচ করছি........ওগুলা ফেরত আসলে কিন্তু তোদের গালে মারবো এবার। আল্লাহ্-র দোহাই লাগে সম্মানজনক একটা খেলা খেল...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।