তোমার সাথে আর দেখা হোলোনা বসন্ত ,
মনে বড় আক্ষেপ রবে অনন্ত্ ।
চীর নির্বাসনের দেশে এসেছি আজ আমি ,
খুব ভাল থেক প্রিয় বসন্ত তুমি ।
অব্যক্ত উপলব্দি,নিঃসঙ্গতা আর ঘুন ধরা বিস্বাস ।
অনেকটা পথ চলতে হবে,পাবোনা হয়তো কোন আস্বাস।
যদি আবার ফিরে পাই তোমাকে,প্রিয় বসন্ত ।
অনন্ত কাল তুমি সঙ্গে থেকো প্রানবন্ত ।
সবুজের কোলাহলে মুখরিত হবে তুমি ,
প্রানের জোয়ারে ভেসে যাব আমি ।
তুমি নতুন করে জেগে ওঠার শ্রেষ্ঠ নমুনা ।
তুমি অদ্ভুত এক অজাগতিক প্রেরনা ।
নতুন করে তোমাকে পাবার আশায় দিন গুনি,প্রিয় বসন্ত ।
আমি এখন নির্বাসনে,এ যাএা কি অনন্ত ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।