কবিতা
২
সরলতা কাছে টানে যেমন অমৃত
অমরতা খুঁজে পাই কন্ঠ, উপত্যকা জলে-
অধীর আঙুলে।
কাছে থাকি আর মন্ত্রমুগ্ধ, আকুলতা
বিহ্বল তাই রূপে, রূপ কলসের কাছে প্লুত ও প্লাবিত
ভূতভবিষ্যৎ রেখা।
তাই দেখে ভোমর উত্থিত- ফুলে ফুলে মধু খেয়ে
লাবণ্যপ্রতিমা - দেহেমনে রসগন্ধ পৃথিবী সাধনা।
চাপ দিই চাপকল, থল থল মাটি জল
কাছে আসে দূরে যায়, পুর্নবার ভোমর যাতনা।
সরলতা কাছে টানে যেমন অমৃত
অমরতা দেবে এই খোলা বুক নদীসঙ্গ,
বাহুমূল নীচে নামা কাটা আপেল-ভূমিকা।
পথে পথে মুক্ত তাই, গৃহমুখী আকুলতা আর
সদা জ্ঞান ফুটে যায় গাছে গাছে।
মন বশীভূত কচিঘাসে,
দেহে দেহে জল বিতরণ অন্ধকারে ।
১১/০৯/২০০৯
৮
অবিনশ্বরতার নামে দেহলতা
কোল ঘেঁষে এই বেলীফুল- মোহময় স্বজাতির স্মৃতি।
ভাষা বিনিময়ের প্রহর নাই থাকলো, শুধুই রূপ
রূপ দেখে দেখে পরিবর্তন আনবো দেখে নিয়ো।
সময় উৎসর্গ করে নিজেকে সাজাই,
ন্যস্ত করি ভেলা -পাটাতনে।
পয়সা গ্রহণে প্রতিশোধ অবহেলা
যতোটুকু থাকে নিজগৃহে অবলম্বনের বাগান - তাই ফোটে,
চর্যাশোভা তুমি
জলে ও জঙ্গলে বাজে শিকারের বাঁশি।
৩১/০৮/২০০৯
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।