আমাদের কথা খুঁজে নিন

   

৭ বিভাগের বাংলাদেশ: ৮ জেলা নিয়ে রংপুরকে বিভাগ ঘোষণা



৮ জেলা নিয়ে রংপুরকে বিভাগ ঘোষণা বৃহত্তর রংপুর ও দিনাজপুরের ৮টি জেলার সমন্বয়ে রংপুরে স্বতন্ত্র বিভাগ অনুমোদন দেয়া হয়েছে। সোমবার প্রশাসনিক পূর্ণবির্নাস সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দুপুরে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সিদ্ধান্তের কথা জানান। এ নিয়ে দেশে মোট বিভাগের সংখ্যা সাতটিতে উন্নীত হয়েছে। অন্যান্য বিভাগগুলো হলো- ঢাকা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিভাগ।

বেলা ১ টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুর বিভাগের অনুমোদিত জেলাগুলো হলো- রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারী। এ বিভাগের মোট লোকসংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার। এ জেলাগুলো ইতিপূর্বে রাজশাহী বিভাগে অন্তর্ভুক্ত ছিল। আবুল কালাম আজাদ আরো জানান, গত বছরের ১৩ জুলাই মন্ত্রিসভার বৈঠকে রংপুর বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

তখন এ সংক্রান্ত একটি কমিটিও গঠন করে দেয়া হয়। কমিটি ২১ জুলাই তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন যাচাই-বাছাই শেষে আজ সোমবার প্রশাসনিক পূর্ণবির্নাস সংক্রান্ত জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এটির অনুমোদন দেয়া হয়। বৈঠকে এছাড়াও বরিশাল মেট্রাপলিটন এলাকায় চারটি নতুন থানা ও একটি থানা পুনর্বিন্যাসের অনুমোদন দেয়া হয়। নতুন চার থানা হলো- কাউনিয়া, এয়ারপোর্ট, বাবুগঞ্জ ও বন্দরথানা।

এছাড়া কোতয়ালি থানাটি পুনর্বিন্যাসের অনুমোদন দেয়া হয়েছে। (শীর্ষ নিউজ ডটকম/আরএইচ/আরআর/১৫:৫৪ ঘ.)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।