েজাট সরকারের আমলে চাকরিচ্যুত যেসব পুলিশ কর্মকর্তা চাকরিতে পুনর্বহাল হয়ে আবার অবসরে চলে গেছেন তাদের মধ্যে বেশ কয়েকজন সরকারের কাছে টেলিফোন বিলও চেয়েছেন। ইতোমধ্যে তারা কোর্টের আদেশ অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি ছাড়াও বকেয়া বেতন ভাতা, এমনকী পারিবারিক রেশন পর্যন্ত পেয়েছেন। এখন তারা চাকরিচ্যুত হওয়ার পর থেকে এ পর্যন্ত টেলিফোন ব্যবহারের খরচ বাবদ ৬০ হাজার থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে নোট পাঠায় অর্থমন্ত্রণালয়ে। অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা এ ধরনের আবেদন পেয়ে বিষ্ময় প্রকাশ করেছেন।
অর্থমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আবাসিক টেলিফোন প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা যারা কর্মরত আছেন তারা সরকারি মঞ্জুরি নিয়ে টেলিফোন ব্যবহার করলে টেলিফোনের বিল পাবেন। কিন্তু যেহেতু সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা চাকরিতে ছিলেন না, সেহেতু তাদেরকে এখন এই বিল দেয়াটা হবে বেআইনি। এ ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয়ের মতামত নেয়ার ওপর গুরুত্বারোপ করেন ওই কর্মকর্তা।
একজন পুলিশ কর্মকর্তা ৭০ হাজার টাকা টেলিফোন বিল চেয়েছেন। স্ত্রী ও ছেলেমেয়েরা ব্যবহার করলেও ফোনটি মূলত তার বলে ওই পুলিশ কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।