অপরূপা বলি যদি
ভুল হবে আজ ,
তোমায় দেখার পর থেকে
থেমে গেছে কাজ ।
অফিসের বস আমায়
ডেকে বলে শোন ,
এখানে তোমায় দিয়ে
কাজ হবেনা কোন ।
এখন থেকে''রুমকির''পাশে
বসবে তুমি রোজ ,
ফাইল পএ দেখবে তার
নিবে সব খোঁজ ।
তার পরও''শিলার''পাশে
যাই ঘুরে ঘুরে ,
রুমকি তখন ডেকে বলে
কেন থাক দুরে ?
সে কি আর বুঝবে ভাই
আমার মনের জ্বালা ,
আমি শুধু আশায় থাকি
কখন আসবে ''শিলা'' ।
;;;;;;;;;;;''''''''''';;;;;;;;;;;;
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।