সময়ের আর্বতে আমার আমি।
মাঝে মাঝে মনে হয়, সময় বলতে আমরা আসলে কি বুঝি? সময়ের আসল ব্যাখা কি? ব্যাক্তি ভেদে কি সময়ের সংজ্ঞা ভিন্ন হতে পারে না? আমার সময়ের ব্যাখা আমার কাছে এক রকম, আপনার সময়ের ব্যাখা আপনার কাছে একরকম। কিন্ত এর তো একটা সাধারন ব্যাখা অব্যশই আছে। কি সেটা?
এই প্রশ্নটা আমি আমার এক বড়ভাইকে করেছিলাম। ওনার ব্যাখা ছিল অনেকটা এই রকম "সময় আসলে কতগুলো মুহুর্তের প্রকাশভাব। উদাহরন দিলে ব্যাপারটা এই ভাবে আসে, এইযে আমি এই ব্লগ লিখছি, এই মুহুর্তকালিন ঘটনাকে আমি সময়ের ব্যাখার সাথে তুলনা করতে পারি। আমার যে ঘটনা গুলোকে আমি মুহুর্তের সাথে যদি মিলাতে না পারি, সেইটা তাওলে আমার সময়ের সাথে সংযুক্ত না। "
আমার প্রশ্ন হলো, উনার ব্যাখা কি আমি চিরন্তন হিসাবে ধরে নিতে পারি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।