পড়তে ভাল লাগে। আবার এসো ধুলিভরা পথে হাটবো মিলিয়ে পা, সেদিন ছিলো খোলাচুল আর এবার বাঁধবো খোঁপা! ঝুপড়ি দোকানে চা খেতে খেতে জানি গল্প হবে আরো তবে অভিমান করবো আবার হাত যদি মোর ধরো! পাগল ছেলে তাকিয়ে থাকো পলক হীন দু-চোখে, আমি লাল হই লজ্জায় না জানি কি বলে লোকে! হঠাৎ যদি অভিমান করি কোন নতুন দুষ্টুমিতে, খুব সহজেই ভাঙ্গাও তুমি কাব্য বা সংগীতে! বোকা ছেলে তুমি এতো আনমনা কিছুই থাকেনা খেয়াল, ফেরার পথে মা্নিব্যাগ হারিয়ে তোমার করুন হাল! বিদায় বেলায় এতো দুঃখ হবে বুঝিনি প্রিয় আগে, চলে গেছো তুমি তারপর থেকে শুন্য শুন্য লাগে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।