আমি বোলতা। হুল ফোটাতে চাই
মৌ খামার দিনলিপি--২
=====================
মধু সংগ্রহের জন্য একবার টাংগাইল, একবার গোপালগন্জ যাওয়া আসা করতে করতে আমার অবস্থা কাহিল!
যাই হোক, প্রায় দুই-আড়াই মণ মধু আপাতত পেয়েছি।
আরো পাবো ইনশাআল্লাহ।
তবে, অনেক সমস্যাতেও পড়তে হয়।
স্পেশালি মধুর মার্কেটিং নিয়ে।
আমি কোনো প্রফেশনাল মার্কেটিং এর লোক নই।
যারা মধু আমার কাছ থেকে নেন, তারা বেশিরভাগৈ আমার চেনা-জানা বন্ধু-বান্ধব বা প্রতিবেশি। বেশির ভাগৈ মধু নিয়ে যান যখন লাগে কিন্তু টাকা পরিশোধের সময়তেই লাগে বিপত্তি। অনেক ঘুরতে হয় ক্লায়েন্টের পেছনে।
গাজিপুরে থেকে মাত্র ৩০০/=টাকা কেজিতে মধু বিক্রয় করি।
তবুও উনারা অনেকেই ভুলে যান যে, এটা আমার শুধু পেশাই নয় বরং নেশা।
তবে, যতই ঠকি আর ভুগি আমি আমার এ কর্ম করিয়াই যাবো...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।