সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
তুমি কত সুন্দর যেন, সম্পুর্ণ একটা কবিতা
যার ছন্দে ছন্দে আবৃত্তি করা যায়।
তুমি কত সুন্দর যেন, সম্পুর্ণ একটা চিত্র
যার রঙ্গে রঙ্গে এ মন টা রাঙ্গানো যায়।
তুমি থাকলে পাশে যেন, আমাকে আমার করে
খুঁজে পাই।
তোমার চোখে চোখ রাখলে কষ্টের
শত জ্বালা ভুলে যাই।
শিল্পীর তুলেতে আকাঁ মুনালীসাকে তোমার
হাসির মাঝে খুঁজে পাই।
তোমার রঙ্গে মন রাঙ্গাতে আমি
স্বপ্নের দ্বীপে চলে যাই।
রঙ্গ ধনু বিকেলের স্বপ্ন এনে সাতটি রঙ্গে ছোঁয়ায়
তোমার হৃদয়ে নিজেকে সাজাতে চাই।
হাল ভাঙা নাবিকের ক্লান্তি নিয়ে একটু সুখের
আশায় তোমার হৃদয়ে পেলেছি....................থাক ধুরু ধুরু বুকে আর বলা
হলানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।