জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
আজ প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছে বিজ্ঞাপনটি।
বিজ্ঞাপনটি এ রকম -
বিত্তহীন মেধাবীদের সেবায় .........
২০১০ সালের উচ্চশিক্ষা বৃত্তির জন্য দরখাস্ত আহবান
ব্যাংক এশিয়া সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে ২০১০ সালের উচ্চশিক্ষা বৃত্তির জন্য পল্লীর দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করছে। মালখানগর ও সিরাজদিখান (মুন্সিগঞ্জ), রুহিতপুর (কেরানীগঞ্জ), আশুলিয়া ও সাভার (ঢাকা), কোনাবাড়ী (গাজীপুর), চাটখিল (নোয়াখালী), রামগঞ্জ (লক্ষীপুর), তাড়াইল (কিশোরগঞ্জ), লোহাগড়া ও ভাটিয়ারি (চট্টগ্রাম), বিয়ানীবাজার (সিলেট) এবং ঈশ্বরদী (পাবনা) অঞ্চলে ব্যাংকের পল্লী শাখাগুলোর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীগণ, যারা ২০০৯ সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন উচ্চমান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, কৃষি, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এ ধরনের মূল বিষয়ে ভর্তি হয়েছে, ৪-৫ বছর মেয়াদী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবে। বৃত্তির পরিমাণ প্রতি মাসে ২,০০০ (দুই হাজার) টাকা এবং বই ক্রয় ও টিউশন ফিস্ বাবদ প্রতি বছর এককালীন ১০,০০০ (দশ হাজার) টাকা।
২০০৫ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১২২ জন শিক্ষার্থীকে ব্যাংক এশিয়া উচ্চ শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে।
উল্লেখিত এলাকার আগ্রহী শিক্ষার্থীগণকে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে আবেদন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে আগামী ১৮ ফেব্রুয়ারি ২০১০ বিকাল ৫:০০ টার মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক বরাবর জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। এ ব্যাপারে যে কোন তথ্যের জন্য জনাব আশরাফউদ্দিন আহমেদ (০১১৯৯৮১৬৭৮০) অথবা জনাব ইনামুল ইসলাম (০১৫৫২৪৭৯৩৭৭) - এর সাথে যোগাযোগ করা যেতে পারে।
একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত :
শুনেছি, পাশ্চাত্যে বড় বড় কোম্পানী উচ্চশিক্ষা বৃত্তির জন্য প্রচুর টাকা ব্যয় করে। আমাদের দেশে অনেক বড় বড় কোম্পানী থাকলেও তাদের মধ্যে এই প্রবণতা নেই। মাঝে মাঝে ২/১ টা কোম্পানী বা প্রতিষ্ঠান এই ধরনের উদ্যোগ নেয়।
আসলে এই উচ্চশিক্ষা বৃত্তি আমাদের মতো গরীব দেশে আরও বেশি দরকার । প্রত্যেকটি বড় কোম্পানী যদি একজন মেধাবীর দায়িত্ব নেয়, তবে আরও আরও মেধাবীরা পড়াশোনার প্রতি অনেক অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে, তাদের দারিদ্র আর তাদের শিক্ষা জীবনের প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না। উদাহরণস্বরূপ বলা যায়, একটা গার্মেন্টস ফ্যাক্টরি যদি একজন দরিদ্র মেধাবীর দায়িত্ব নেয়, তবে হাজার হাজার দরিদ্র মেধাবীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অনুরূপভাবে শিল্প কারখানা ও গ্রুপ অব ইন্ডাস্ট্রিগুলো দরিদ্র মেধাবীদের বৃত্তি দিলে দেশের চেহারা বদলে ফেলতে বেশি দিন লাগবে না।
আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আলোকিত ভবিষ্যতের জন্য এই ধরনের দৃষ্টান্ত আরও আরও ছড়িয়ে দেয়া দরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।