আমাদের কথা খুঁজে নিন

   

৩০০ হাড়ের শিশুটির এখন ২০৬টি হাড়[

যে আমি লেখার জন্য জ্বালায় প্রদীপ, তেল ফেলে ঐ জলে।

ছোট বেলায় ব্যাঙের জীবনচক্র পড়ার সময় পড়েছি ব্যাঙাচির লেজ থাকে, বড় হলে লেজ খসে পড়ে যায়। তারপর ব্যাঙাচি ধীরে ধীরে ব্যাঙ হয়। তুমি কি কখনও ভেবেছ যদি তোমার নিজের ক্ষেত্রে এমন হতো তা হলে কেমন হতো? তুমি কি জান, যখন তুমি একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা ছিলে তখন তোমার হাড়ের সংখ্যা কত ছিলো? তখন তুমি ছিলে ৩০০ হাড়ের একটি ছোট্ট শিশু। আর এখন ২০৬ হাড়ের একটি পূর্ণাঙ্গ মানুষ।

তাহলে তোমার বাঁকি হাড়গুলো কোথায় গেল? শূণ্যে হাওয়ায় মিলিয়ে গেল? -না। তুমি বড় হওয়ার সাথে সাথে তোমার দুই কিংবা তিনটি হাড় মিলে একটি হাড়ে রূপান্তরিত হয়েছে। তৈরি করেছে তোমার মজবুত , শক্ত কাঠামো । ১৬০ পাউণ্ড ওজনের একটি পূর্ণাঙ্গ মানুষের শুধু হাড়ের ওজন প্রায় ২৯ পাউণ্ড। ২০৬ টি হাড়ের মধ্যে শুধু বাহুতেই আছে ৬৪ টি এবং পায়ে আছে ৬২টি হাড়।

এটা আমার কোন তথ্য নয়, এটা মেডিক্যাল সায়েন্স এর কথা। বলতে পার আমাদের দেশটি যখন শিশু ছিলো তখন এর হাড় সংখ্য কত ছিলো? আর এখন এর কতটি হাড় আছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।