...........অন্তরালে থাকব, তবুও ভাববো তোমায়......ভাববো তুমি ছিলে আমার কবিতার বনলতা সেন......
সাধনার পরবর্তী বেদনা
ভারাক্রান্ত হৃদয়ে
একটু উষ্ণ সমবেদনা,
আর চাইবনা,
চাইবনা হৃদয়ের
গহীন থেকে আগত
ভালবাসার মমতা বোলানো
স্পর্শ...............।
হয়ে যাব দূরের নীহারিকা
জীবনকে করে দিব জুয়ার গুটি,
যেথায় ঠেকব
সেখান থেকে
ঘুরে দাঁড়াব,
আবার নৌকা ভাসাব সাগরে
কোন কূল যেখানে
দেখা যাবেনা।
নয়ত সরল সবুজ ঘাসে
আচ্ছাদিত
কোন প্রান্তরে।
হয়ত চারপাশের
অনেকের মত
অন্ধকার বেছে নিব।
তবুও থাকবোনা
নষ্ট অতীত নিয়ে।
হয়ত চাঁদ সাথীরা আমায় ধিক্কার দিবে
তবুও থাকবোনা স্মৃতি চারণে।
হৃদয়ের গহীন বার্তা এখন নাড়া দেয়না আমাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।