আমাদের কথা খুঁজে নিন

   

অতীত-স্বাক্ষর

আহসান জামান

ঝড় থেমেছে। উঠোনে স্বস্তির রোদ্দুর খেলা করে আনমনে, চারিদিকে আহ্লাদের বাতাস ঝির ঝির; জুড়ে দেয় ভাঙা শব্দ সমাহার। নাকফুলে জমানো অশ্রু ফিরে যায় উম্মুক্ত উদ্যানে; কুঁড়িয়ে তুলি অভিশাপ। নরোম শেফালীকষ্টরা নিঃশব্দের স্রোত; মন্থর। হৃদঘরে শব্দরা লিখে রাখে পরীর গল্প। শোকের সমান হাসি; মৃত্যু-যাজক এলে কোনপথে পিছে হাঁটি একা। অস্তিত্বে বাজে কালের চাকা; প্লাবনে ভাসে আঁচল, ধুঁয়ে যায় অতীত স্বাক্ষর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।