আমাদের কথা খুঁজে নিন

   

‘ও রাজাকার খাস কি? খুন ছাড়া তুই চাস কি?’

ধর্ম যার যার , বাংলাদেশ সবার গণজাগরণ চত্বর থেকে: আন্দোলনের ১৬তম দিনেও স্লোগান, গান আর কবিতার মধ্যে দিয়ে চলছে যুদ্ধাপরাধীদের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ। অন্যান্য দিনের মতোই বুধবার সকাল থেকেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। চাঁদপুরের মতলব থেকে আসা নারায়ণপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গণআন্দোলনে সংহতি প্রকাশ করে একটি প্যারোডি ছড়া উপস্থাপন করেন। ‘ওই দেখা যায় জামায়াত-শিবির, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে রাজাকারের ছা। ও রাজাকার খাস কি? খুন ছাড়া তুই চাস কি?’ সংহতি প্রকাশের পর অধ্যক্ষ মো. রুহুল আমিন সাংবাদিকর কাছে বলেন, ‘‘দেশের সকল মানুষের মতো আমরাও চাই যুদ্ধাপরাধী রাজাকারদের ফাঁসি হোক।

’’ তিনি বলেন, ‘‘মতলবে আমরা ‘স্বাধীনতা প্রজন্ম চত্বর’ নামের একটি সংগঠন তৈরি করে মতলবের সকল শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আন্দোলন করে যাচ্ছি। যতোদিন পর্যন্ত সকল যুদ্ধাপরাধীদর ফাঁসি না হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো। ’’ কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলন চলছে ৫ ফেব্রুয়ারি থেকে। এ আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণী-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে।

প্রতিদিনই বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা। গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার মহাসমাবেশ ও ১৫ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয় জাগরণ সমাবেশ। উভয় সমাবেশেই যোগ দেয় লাখো জনতা। ২১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অনুষ্ঠিত হবে আরও একটি মহাসমাবেশ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।