~ ভাষা হোক উন্মুক্ত ~
শিরোনামহীন আমার সামু ব্লগের প্রথম বন্ধু। ওর একটি পোষ্টে পর পর কয়েকটি কমেন্ট করে ওর সাথে পরিচিত হই। অনেক মজার এই আপুনিটা অবশ্য আমার সাথে পরিচয়ের কিছুদিন পরেই সব পোষ্ট ড্রাফট করে শীতনিদ্রায় চলে যায় সামুব্লগের বাইরে ওর নিজস্ব ব্লগে একদিন একটা রেসিপি দেখে সেটা বাসায় তৈরী করে ওকে না জানিয়েই একটা ব্লগ পোষ্ট দেই। সেই ব্লগে ওর কমেন্ট ছিল - "ঐ কেউ শাইম্যা রে খবর দে, আমার লিগাল অ্যাডভাইজার লাগপে!!!! আমার রেসিপি কফৈ হৈছে"
তারপর কখন যেন হঠাৎ করেই বিনা দ্বিধায় শিরোনামহীনকে তুই করেও বলতে শুরু করি ওকে এক সময় যথেষ্টই ভয় পেতাম, ক্রমে সেই ভয়টা কিছুটা কাটে। তবে ওর মাষ্টারনী মাষ্টারনী ভাবটাকে এখনও ভয় পাই চশমা পড়লে আসলেও পাগলীটাকে কিছুটা রাগী রাগী লাগে যদিও ওর সাথে খুব কম কথা হয় আমার, তবুও শিরোনামহীন নামের আপুটাকে আমার অনেক আপন মনে হয়।
আজকে আমার আপুনিটার জন্মদিন
শুভ জন্মদিন আপুসোনা অনেক অনেক ভাল থাকিস তুই, তোরা দুজনেই। জয় করিস সমস্ত স্বপ্নকে। ভাইয়ার দোয়া আজীবন তোর সাথে থাকবে।
এই নে তোর গিফট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।