আমাদের কথা খুঁজে নিন

   

আর কত আশরাফুল?


এই পোষ্টের উৎস হাইফেন আর তার এই পোষ্ট । তার পোষ্ট পইড়া আমি যা বুঝলাম তা হইলো সে কিসুই মানে না, আশরাফুলরে দলে রাখতে হবে । ভাষার কথা নাহয় বাদই দিলাম । আমি শিওর হয় আজাইরা ঝগড়া না করতে পারলে তার ঘুম হয় না, নাহ্য় সে নিজেই আসলে আশরাফুল (পরেরটা হওয়ার চান্সই বেশি, না হইলে কিন্তু একটা বিশাল গালি দিয়া দিলাম বেচারাকে)। বাংলাদেশ ক্রিকেট টীমে আমাদের fool ভাইকে যত সুযোগ দেওয়া হইসে সেই রকম কপাল নিয়া আর কেউ টীমে ঢুকে নাই ।

এত কিছুর পরও অ্যাশ ভাইয়ের রেকর্ড মোটামুটি রকমও জাতে উঠেনাই । ৫১ টেস্টে ২২.৯২ আর ১৫৬ ওয়ানডেতে ২৩.৯৭ অ্যাভারেজে আর যাই হোক কোন রকম ক্রিকেটিয় প্রতিভার চিহ্ন খুইজা পাই না আমি । তার মহান ভক্তরা তারে replace করার মত যোগ্য কোন খেলোয়ারই নাকি দেখেনা । আরে ভাই বুঝলাম বাংলাদেশ টীমে অনেক ভেড়া , আশরাফুলও ঐ ভেড়ার দলেরই একটা, তার বেশি কিসু না । ভেড়ারে কি সিংহ দিয়া replace করার ইচ্ছা নাকি ? কাপালী, আফতাব, জুনায়েদ সব ২০-২০ প্লেয়ার, একটাও টেস্ট খেলার যোগ্য না ।

খেলার যত প্রতিভা সব আল্লা পাক খালি ফুল বাবুরে দিয়া রাখসে । এই পাবলিকেরা এইসব কথা দিয়া রফিকের টেস্ট ক্যারিয়ারের বারোটা বাজাইসে, তারপরেও রফিক সামান্য সুযোগে যা দেখাইসে আশরাফুল তা ৩ জনমেও পারবো কিনা সন্দেহ আছে । এক আশরাফুলরে খেলাইতে গিয়া কত রফিক হারাইতাসি আমরা কে জানে । আশরাফুল ভালো খেললেই নাকি বাংলাদেশ জিতে - এই কথা টেন্ডুলকার, লারা, পন্টিং নিয়া বললে তাও মানা যায় । আশরাফুলরে নিয়া বললে সে যত না উপরে উঠে আমার মনে হয় বাংলাদেশ টীমের অন্যরা বেশি নিচে নামে ।

এই হারে প্রেসার ছাড়া বারে বারে টপ অর্ডারে চান্স পাইলে ২-৩ বার ম্যাচ উইনিং ইনিংস সবাই খেলতে পারে । আর সে যতবার উল্টা পাল্টা শট খেইলা critical moment এ দলকে ডুবাইসে সেই রেকর্ডও মনে হয় পুরা দুনিয়ায় কারো নাই । সে যেই পজিশনে খেলে সেইটা খুবই responsible পজিশন । সেই responsibility আশরাফুল নিতে পারে না, সেইটা তো গত ৯ বছর দেখতাসি । অন্য কাউকে দিয়া ট্রাই করাতে দোষ কি? গ্যারান্টি দিচ্ছি আশরাফুলের চে খারাপ কেউ করবে না , মানে করা সম্ভব না ।

তথাকথিত প্রতিভাবান খেলোয়ারের শূন্য রানের চেয়ে পাড়ার ব্যাটসম্যানের ১৫-২০ রানের দাম অনেক বেশি । আশরাফুলরে আল্লায় লজ্জা-শরম দেয় নাই, কি করবো কন? কিন্তু নির্বাচকরা কোন লজ্জায় তারে বাদ দেয় না কে জানে । এক প্রথম আলো, উৎপল শুভ্র আর আতাহার আলি খান কতদিন তারে কভার দেয় সেইটাই আপাতত দেখি......
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।