আমাদের কথা খুঁজে নিন

   

The Girl in the Sneakers



মাত্র কয়েকটাদিন আগেই সেইফ হলাম, তারপরও মনে হচ্ছিল বুকের ভেতরের পাথরটা বড় থেকে বড়তর হচ্ছিল। কিন্তু আফসোস, কোন টপিকই পাচ্ছিলামনা। কি লেখব চিন্তা করতে করতে গতকাল রাতেই পেয়ে গেলাম হাতুরিটা। আমার প্রথম লেখা সামুতে। ইয়াহুউউউউউউউ... এবার মনের ভেতরের পাথরটাকে শায়েস্তা করতে পারব।

(ভুমিকাটা বোধহয় একটু বেশী ভাবের হয়ে যাচ্ছে। ) গতকাল পাবলিক লাইব্রেরিতে (11th Dhaka International Film Festival) ইরানী একটা মুভি দেখলাম। The Girl in the Sneakers. আমি যদিও মুভি critic না, তাও মুভিটাতে একটা গন্ধ পেলাম। আমার এই লেখাতে আমি The Girl in the Sneakers মুভিটা নিয়ে কোন ধরনের সমালোচনা করতেই যাবোনা। কারণ এখনও ওই লেভেলের critic হইনি।

আমাদের ফারুকী ভাইয়ের 3rd Person Singular Number বোধহয় The Girl in the Sneakers এর একটা Shadow Movie. আমি সরাসরি Copy বলবোনা, কিন্তু Floor টা বোধহয় ওখান থেকে নেওয়া। ফারুকী ভাইয়ের কি স্বীকার করা উচিত ছিলনা? নাকি আমার বোঝার ভুল? কেউ মুভিটা দেখে থাকলে আওয়াজ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।