আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমেদ



আজ চলে গেলেন নাট্যব্যক্তিত্ব সাঈদ আহমেদ। বাংলা নাটকে অনন্য অবদান রেখেছেন তিনি। বিশেষত: বাংলা এ্যাবসার্ড নাটকে তাঁর অবদান তুঙ্গস্পর্শী। এক মেধাবী পরিবারের সদস্য সাঈদ আহমেদ জন্মেছিলেন পুরনো ঢাকায়। তাঁর বড়ো ভাই নাজির আহমেদ ছিলেন এফডিসির প্রতিষ্ঠাতা পরিচালক।

( পরে এ পদটি হয় ব্যবস্থাপনা পরিচালক) নাজির আহমেদ পরিচালিত জাগো হুয়া সাবেরা ( মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি অবলম্বনে ) মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়। শিল্প সফল ছবিটি এখনো সুধীজনের প্রশংসা পায়। এতে একটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তী নাট্য অভেনেত্রী তৃপ্তি মিত্র। তাঁর ছোট ভাই হামিদুর রহমান ভাষা আন্দোলনের স্মারক ''শহীদ মিনার''-এর ডিজাইনার। সাঈদ আহমেদ বিটিভিতে ''বিশ্ব নাটক'' নামে একটি অসাধরণ মানের অনুষ্ঠান করেছিলেন ১০ বছর।

সরকারের সাবেক সচিব সাঈদ আহমেদ নাটকে অবদানের জন্য বাংলা একাডেমী পুরস্কার, লিজিওন অব অনার (ফ্রান্স) লাভ করেন। নিউ ইয়র্কের ব্রডওয়ের বৃহত্তম নাট্যগৃহের একটি রো-এর নামকরণ হয়েছে সাঈদ আহমেদের নামে। এই কৃতি মানুষটিকে আন্তরিক শ্রদ্ধা জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।