বিশেষ কিছু নেই বলার মত। প্রতিবাদী একজন মানুষ আমি। অনেকেরই মত...... :)
মাত্রই শেষ হল অষ্ট্রেলিয়ান ওপেন ২০১০ এর পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের রজার ফেদেরার(১) এবং রোমানিয়ার ভিক্টর হানেস্কুর মধ্যকার ম্যাচটি। ম্যাচটিতে ফেদেরার একপ্রকার হেসেখেলেই উড়িয়ে দিলেন হানেস্কুকে। ফলাফলঃ ৬-২, ৬-৩, ৬-২।
প্রথম রাউন্ডে ফেদেরার মোটামুটি বাধার মুখে পড়েছিলেন। প্রথম রাউন্ডে রাশিয়ার ইগর আন্দ্রিভের সাথের ম্যাচটির তিনি শুরু করেন প্রথম সেটটি হেরে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ম্যাচটি জিতে নেন। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ভিক্টর হানেস্কুকে বলা চলে, তিনি কোন সুযোগই দিলেন না! প্রথম সেটটি শেষ হয় মাত্র ৩৪ মিনিটে। পরবর্তী সেটটি শেষ হতে সময় নেয় ৩৩ মিনিট।
তৃতীয় এবং শেষ সেটটির সমাপ্তি ঘটে মাত্র ৩২ মিনিটে।
ম্যাচটিতে যে কোন প্রতিরোধের সৃষ্টি হয়নি, তা'ও নয়। দ্বিতীয় সেটেই মোটামুটি বাধার মুখে পড়তে হয়েছিলো ফেদেরারকে। সমান তালে এগিয়ে চলছিলো প্রতিটি গেম। ৩-৩ পর্যন্ত সমানভাবে এগিয়ে চলেছে।
সপ্তম গেমটি ফেদেরার জিতে নেন। পরবর্তীতে অষ্টম গেমটি হানেস্কু জয় করেই ফেলেছিলেন প্রায়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিলো, সেটটি বোধহয় টাইব্রেকারে গড়াবে। কিন্তু হলো না! গেমটি জিতে নেন ফেদেরার। ফলে ৫-৩ ব্যবধানের সৃষ্টি হয়।
কাজেই নবম এবং হিসেবমতে সেটের শেষ(!) গেমটি ফেদেরার জিতে সেটটি জয় করে নেন ৬-৩ ব্যবধানে। তৃতীয় এবং শেষ সেটের ব্যবধান পরিষ্কার। তবে ব্যবধান হতে পারতো ৬-১। সপ্তম গেমে ফেদেরারের ঢিলেঢালা ভাবের সুযোগ নিয়ে হানেস্কু গেমটি জিতে নেন। কিন্তু তারপরের গেমেই, তথা অষ্টম গেমেই সেট এবং ম্যাচের নিষ্পত্তি ঘটে।
অন্ততঃ প্রথম রাউন্ডের ম্যাচের সাথে তুলনা করলে ফেদেরার এ ম্যাচটিতে খুব সুন্দর টেনিস খেলেছেন। কিছু কিছু শট ছিল নজরকাড়া।
আজকের ম্যাচটিতে রজার ফেদেরার আনফোর্সড এরর করেছেন মাত্র ১৮টি এবং ডাবল ফল্ট করেছেন মাত্র ১টি। সেই সাথে উইনারের সংখ্যা ছিলো ৫২টি এবং এইস করেছেন ৮টি।
বিপরীতে ভিক্টর হানেস্কু আনফোর্সড এরর করেছেন ২৬টি এবং ডাবল ফল্ট করেছেন মাত্র ১টি।
উইনার ছিলো ২০টি এবং এইস করতে পেরেছেন ৩টি।
তৃতীয় রাউন্ডে শনিবার রজার ফেদেরার মুখোমুখি হবেন টেনিস র্যাংকিং এর ৩১তম স্থানের অধিকারী স্পেনের আলবার্তো মনটানেসের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।