সফটওয়ার স্বাধিনতার সামাজিক আন্দোলনকে এগিয়ে নেয়ার প্রয়াসে দিনাজপুরে যাত্রা শুরু করল HSTU-OSN। গত ১৮.০১.১০ তারিখে হাজী মুহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম -২ তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম আফজাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মাননীয় ডীন প্রফেসর এম. রুহুল আমিন। তিনি একাধারে HSTU-OSN এর প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন।
HSTU-OSN এর মডারেট র হিসেবে দায়িত্ব পালন করছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রভাষক আশিষ কুমার মন্ডল। তিনি নবগঠিত কার্যকরি কমিটির নাম ঘোষনা করেন।
সভাপতি - শাহ মোঃ তানভীর সিদ্দিকী
CSE, Level-3 Semester-2
সাধারন সম্পাদক - মোঃ হাসানুজ্জামান সুমন
CSE, Level-2 Semester-2
অর্থসম্পদক- এস. এম. হাসান মাহমুদ
CSE, Level-2 Semester-2
রেজিস্ট্রার- তাসবির ফরিদ
TEE, Level-2 Semester-2
এছাড়া ও বিভিন্ন লেভেলের মেধাবি ছাত্ররা ছাত্র প্রতিনিধি হিসিবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে বক্তারা ওপেন সোর্স সফটওয়ার ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সাথে ওপেন সোর্স আন্দোলনকে বিশ্বব্যপী ছড়িয়ে দেয়ার আহ্বব্বান জানানো হয়।
HSTU-OSN মডেরটর তার বক্তব্যে ওপেন সোর্সের ইতিহাস ও সফটওয়ার ব্যবহারের নিরাপত্তার বিষয়টির উপর গুরুত্বারোপ করেন। পড়াশুনার পাশাপাশি এই সামাজিক দায়িত্বগুলো কর্মজীবনে সফল হতে বিশেষ ভুমিকা রাখবে,সেই লক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রকে HSTU-OSN এর সাথে সম্পৃক্ত হবার আহ্বব্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় দুটি কর্মশালা। কর্মশালার বিষয়বস্তু ছিল উবুন্টু ইনস্টলেশান এবং আত্বকর্মসংস্থানে ফ্রিলান্সিং।
প্রথম কর্মশালার উপস্থাপনা করেন CSEA প্রেসিডেন্ট জাহিদ হাসান এবং HSTU-OSN প্রেসিডেন্ট মোঃ তানভীর সিদ্দিকী ।
দ্বিতীয় কর্মশালার উপস্থাপনা করেন লেভেল-২ সেমিষ্টার-২ এর ছাত্র মন্জুরুল হক ফারুক এবং জাহিদুল ইসলাম।
কর্মশালা শেষে ওপেন সোর্সের পক্ষ থেকে উবুন্টুর ফ্রি সিডি বিতরন করা হয়।
তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্জ্বল। এই পর্বে উপস্হিত ছিলেন CSE ডিপার্টমেন্টের লেকচারার আশিষ কুমার মন্ডল,মোঃ দেলোয়ার হোসেন ও আরশাদুল ইসলাম।
প্রদীপ প্রজ্জ্বল করেন HSTU-OSN মডেরটর জনাব আশিষ কুমার মন্ডল।
অনুষ্ঠানে HSTU-OSN এর দীর্ঘায়ু কামনা করা হয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।