শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে ।
কারন, এরাই ইসলামের বড় শত্রু । আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (সাঃ) বললেন,
“তোমরা কি জান, নিঃস্ব কে?”
তাঁরা বললেন,‘আমাদের মধ্যে নিঃস্ব ঐ ব্যক্তি, যার কাছে কোন দিরহাম এবং কোন আসবাব-পত্র নেই। ’
তিনি বললেন, “আমার উম্মতের মধ্যে (আসল) নিঃস্ব তো সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামায, রোযা ও যাকাতের (নেকী) নিয়ে হাজির হবে। কিন্তু এর সাথে সে এ অবস্থায় আসবে যে, সে কাউকে গালি দিয়েছে। কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ
করেছে, কারো মাল (অবৈধভাবে) ভক্ষণ করেছে।
কারো রক্তপাত
করেছে এবং কাউকে মেরেছে। অতঃপর এ (অত্যাচারিত) কে তার
নেকী দেওয়া হবে, এ (অত্যাচারিত) কে তার নেকী দেওয়া হবে। পরিশেষে যদি তার নেকী রাশি অন্যান্যদের দাবী পূরণ করার
পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপরাশি নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে।
অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ”
[সহীহ মুসলিম ২৫৮১; তিরমিযী ২৪১৮; মুসনাদেআহমাদ ৭৯৬৯, ৮২০৯,] ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।