আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ওভারের দুঃস্বপ্নে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ

আমার দেশ আমার সংস্কৃতি

শেষ ওভারে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ২০ রান। হাতে ছিল চার উইকেটে। কিন্তু সেই ম্যাচও পাকিস্তান জিতে নিল অনায়াসে। ২০১০-এর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের জন্য হয়ে রইল এক দুর্ভাগ্য আর অপার ব্যর্থতার টুর্নামেন্ট হিসেবেই। এ পরাজয়ে কাপ পর্ব থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল।

প্রথম ম্যাচে দুর্বল পাপুয়া নিউগিনির বিপক্ষে সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক রানের দুর্ভাগ্যজনক হার এবং আজকে জয়ের অবস্থানে থেকেও পাকিস্তানের কাছে পরাজয়, এ অসময়ের বিদায়কে ত্বরান্বিত করেছে। আজ নিউজিল্যান্ডের পালমারস্টোন নর্থের ফিত্জারবার্ত পার্কে সকালে টসে জিতে বাংলাদেশের অধিনায়ক এনামুল হক প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। চমত্কার শুরুর পর ৯২ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। অমিত মজুমদার ব্যক্তিগত ৩৬ রানে উসমান কাদিরের বলে বোল্ড হন। অপর উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক করেন ৫২ রান।

এনামুল-অমিত দলের জন্য বড় সংগ্রহের একটি ভিত্তি প্রস্তুত করে গেলেও বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ২৫০ রানের বেশি করতে পারেনি। মিডল অর্ডারের প্রায় সবাই কম-বেশি রান পেলেও কেউ তাঁদের রানকে বড় করতে পারেননি। বাংলাদেশের বাকি ব্যাটসম্যানদের মধ্যে মমিনুল হক ৩৫, মাহমুদুল হাসান ৬৩ ও শাব্বির রহমান অপরাজিত ৩৪ রান করেন। পাকিস্তান দলের সেরা বোলার ছিলেন উসমান কাদির। তিনি ৪৪ রানে দুই উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও শুরুটা ভালোই করে। তবে তাদের রান তোলার গতি ছিল বেশ মন্থর। আহমেদ শেহজাদ ৯২ বলে ৫২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন শাব্বির রহমান। পাকিস্তান দলের সেরা ব্যাটসম্যান ছিলেন বাবর আজম।

তিনি ৯৫ বলে ৯১ রান করে মাহমুদুল হাসানের বলে শাকের আহমেদের হাতে ধরা পড়েন। ইনিংসের ৪০ ওভার শেষে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৮০ রানের বেশি। ঠিক সেই সময় মাঠে নামা হাম্মাদ আজম ও মোহাম্মদ ওয়াক্কাস তাঁদের মারমুখী ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচ বাংলাদেশ দলের হাত থেকে বের করে নিয়ে যেতে থাকেন। ৪৯ ওভারে পাকিস্তানের রান ছিল ২৩১/৬, অর্থাত্ শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ২০ রান। কিন্তু বাংলাদেশের শীর্ষ দুজন বোলারের (আবুল হাসান ও আলাউদ্দিন বাবু) যথাক্রমে একটি ও দুটি করে ওভার বাকি থাকতেও কেন যেন শেষ ওভারটি করতে ডাক পড়ল অনিয়মিত বোলার মমিনুল হকের।

তিনিই মূলত শেষ করে দেন বাংলাদেশের জয়ের আশা। তাঁর ওপর চড়াও হয়ে মোহাম্মদ ওয়াক্কাস চার-ছয়ের নির্মমতায় তুলে নেন প্রয়োজনীয় রান। বাংলাদেশ মাঠ ছাড়ে আরও একটি দুর্ভাগ্যজনক পরাজয় নিয়ে । প্রশ্নটা থেকেই যাচ্ছে। কেন শেষ ওভারটি মমিনুল করতে এলেন।

যিনি তাঁর ঠিক আগের ওভারটিতেই ছিলেন বেশ খরুচে! এই উত্তর কে দেবেন? সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ২৫০/৫ (৫০ ওভার) এনামুল ৫২, মাহমুদুল হাসান ৬৩ উসমান কাদির ২/৪৪ পাকিস্তান: ২৫১/৬ (৪৯.৫ ওভার) বাবর আজম ৯১, আহমেদ শেহজাদ ৫২ মাহমুদুল হাসান ২/৩৬ (পাকিস্তান চার উইকেটে জয়ী)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।