আমাদের কথা খুঁজে নিন

   

ইসস...... কেন যানি বড় হলাম ছোট থাকতেই তো ভালো ছিলো।

মন খুলে কথা বলুন....

আমরা প্রত্যেকেই ছোটবেলায় মনে করি কবে যেন বড় হব। তাইলে আমরা সবধরনের স্বাধীনতা পেয়ে যাব। পড়ালেখা শেষ করে একটি চাকরি করবো, সুন্দর দেখে মেয়ে দেখে বিয়ে করবো আরো কতকি!! আসলেই এই স্বাধীনতাই আমাদের মেরে ফেলে কারণ ঐ স্বাধীনতা আসলেই আমার জন্য কখনোই আসে না। আমি দেখেছি আমরা ছেলেরা যখন বড় হয়ে যাই তখন স্বাধীনতা আসে না তখন আরো দায়িত্ব এসে ঘাড়ে পড়ে। এই দায়িত্ব যে কত কঠিন তা কি বলব, মাথা খারাপ হয়ে যায়।

স্বাধীনতা তো দূরের কথা নিজের আর পরিবারের চিন্তা করতে করতে সারা সময় চলে যায় দেখা যায় তখন আরো পরিবারের জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লেগে যাও জীবনযুদ্ধে। পাস করলে ভালো আর না করলে বুঝতেই পারছেন। আচ্ছা পাঠক আপনি নিজেই বলুন আপনি আজ কতটুকু স্বাধীনতা ভোগ করছেন। এর থেকে কি ছোটবেলাই ভালো ছিল না যেখানে আমরা মারাত্তক আরামে ছিলাম। কোন টেনশন নেই, স্বাধীনতা তো ঐ সময় আমরা আরো বেশী পাই ঠিক না পাঠক।

তাই আপনিই বলুন কোনটা ঠিক ছোট থাকা না বড় হওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।