আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন, আলী আরাফাত শান্ত

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

প্রথমেই শান্ত'র কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরীতে পোষ্ট দিচ্ছি বলে। পোষ্টটা দিতে চেয়েছিলাম ঠিক রাত বারোটায়, কিন্তু তখন শরীর খারাপ ছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম, তাই পোষ্টটা তখন দিতে পারিনি। মানুষের মাঝে এমন আন্তরিক মনোভাব আমি খুব কমই পেয়েছি। মানুষকে অল্পতেই আপন করে নেয়া, সবসময় আপন মানুষদের খোঁজখবর রাখা, আন্তরিকতার বন্ধন দিয়ে কাছের মানুষদের সবসময় আগলে রাখা - এসব গুণগুলো আমি শান্ত'র মাঝে যতটা দেখতে পেয়েছি, তেমন আর কারো মাঝে পাইনি।

শান্ত তাই আমার কাছে সবসময়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, কারণ এমন নিঃস্বার্থ, আন্তরিক মানুষ আজকাল পাওয়া যায়না। আজ সেই আন্তরিক মানুষ, ব্লগে আমার সবচেয়ে কাছের বন্ধু, শান্ত -র জন্মদিন। জন্মদিনে এই সদাহাস্যময়, বন্ধুবৎসল মানুষটিকে অনেক অনেক শুভেচ্ছা। তোমার আন্তরিকতা দিয়ে তোমার আশেপাশের মানুষদের আপন করে রেখ সারাজীবন, এই কামনা করি। শুভ জন্মদিন, আলী আরাফাত শান্ত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।