আমাদের কথা খুঁজে নিন

   

০১. গান:- কোথায় আছো দিল-দরদী.....



কোথায় আছো দিল-দরদী আমায় তুইলা নাও পাপ সায়রে মরছি ডুবে মোরে কিনারা দেখাও।। জানি তুমি হও দয়াবান তোমার দয়ার নাই অবসান তুমি প্রভু অপার মহান, এই অধমকে বাঁচাও। জীবন চলার প্রতি বাঁকে পাপ করেছি পড়ে পাঁকে দোষ দিয়েছি যাকে তাকে, এবার আমায় পথ দেখাও। মোর চক্ষু আছে তবুও কানা আঁধার সবই পথ দেখিনা দয়াল তুমি দাও ঠিকানা, ভাসে হাল ছাড়া মোর নাও।। ২০/০৭/১৯৯৭ পান্ডুলিপি/C.NO. 70

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।