আমাদের কথা খুঁজে নিন

   

হে আল্লাহ্ তুমি আমাদের কে এই ৩ প্রকার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান কর

শূন্য মানব , যে মুসলিম হিসাবে গর্বিত । যে সত্য বলতে পিছপা হয় না । যে ধর্মভিত্তিক মানবতায় বিশ্বাসী । যে কুরআন ভিত্তিক শাসনে বিশ্বাসী । এর মানে এই নয় যে আমি ধর্মব্যবসায়ীদের পক্ষে । কারন, এরাই ইসলামের বড় শত্রু । আবু যার (রা) হতে বর্ণিত আছে, একদা নবী (স) বললেন তিন প্রকার মানুষ আছে যাদের সংঙ্গে আল্লাহ তা’আলা ক্বিয়ামতের দিন কোন কথা বলবেন না, তাদের প্রতি রহ্মতের দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পাক সাফ করবেন না। আর তাদের জন্য ভীষণ কষ্টদায়ক আযাব নির্ধারিত রয়েছে । আবু যার (রা) এ কথা শুনার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাদের জন্য তো অধঃপতন ও ধ্বংস- হে আল্লাহর রাসুল! তারা কারা ? রাসুল (স) বললেন--- (১) যে ব্যক্তি পরিধেয় বস্ত্র পায়ের গিটের নীচে পৌঁছায় (২) যে ব্যক্তি উপকারের খোঁটা দেয় (৩) আর যে ব্যক্তি মিথ্যা কসম দ্বারা নিজের মাল চালু করার চেষ্টা করে । (মুসলিম,মিশকাত ২৬৭৩);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।