সাদা মনের কথ
একজন বিশাল ধনী ব্যাক্তির ছোট্ট ছেলে খুবই দুষ্ট ছিলো। ছেলেটির দুষ্টামী এতই মাত্রাছাড়া ছিলো যে তার বাবা তাকে নিয়ে ভীষন চিন্তিত হয়ে পড়লেন। উপায় না দেখে তিনি তাই এক জ্ঞানী লোকের কাছে ছেলেকে নিয়ে গেলেন এবং তাকে সব খুলে বললেন।
জ্ঞানী লোকটি ছোট ছেলেটিকে নিয়ে বাগানে গেলেন। বাগানের এক প্রান্তে দাঁড়িয়ে তিনি ছেলেটিকে আগাছা জাতীয় একটি ছোট্ট গাছ দেখিয়ে তা তুলে ফেলতে বললেন।
ছেলেটি মহানন্দে গাছটি উপড়ে ফেললো। এরপর তিনি ছেলেটিকে আরেকটু বড় একটি গাছ তুলে ফেলতে বললেন। এটাও ছেলেটির জন্যে তুলে ফেলা খুব একটা কষ্টকর হলো না।
এবার একটা বাঁশ জাতীয় মাঝারী গাছের সামনে তাকে নিয়ে আসা হলো। কষ্ট হলো।
কিন্তু ছেলেটি এটিও শিকড় সহ উপড়ে ফেললো।
'এবার তাহলে এই গাছটা দিয়ে আজকের মত গাছ উঠানো শেষ করো'- এই বলে তিনি ছেলেটিকে একটি পেয়ারা গাছ দেখালেন। ছেলেটি অনেক চেষ্টা করলো। কিন্তু শক্ত গাছটি এক চুলও নড়াতে পারলো না।
'নাহ! এটা কিভাবে সম্ভব? এই গাছ উঠানো সম্ভব না।
' ছেলেটির এই কথা শুনে লোকটি মুচকি হাসলেন। বললেন,
'এটাই হচ্ছে দুষ্টুমির আসল রুপ। তুমি নিজে দুষ্টুমি করলেও স্বীকার করবে যে এটা নিশ্চয়ই ভালো কোনো কাজ না। এখন তুমি যেহেতু ছোট আছো তাই তোমার দুষ্টুমিগুলো সেই প্রথম ছোট গাছটির মতন। এতবড় বাগানের মত তোমার জীবনেও এই ছোট ছোট দুষ্টুমিগুলো খুব একটা সমস্যা করবে না।
কিন্তু ধীরে ধীরে তোমার যখন বয়স বাড়তে থাকবে তখন এই অভ্যাসগুলোই অনেক হয়ে যাবে। অনেক বড় বড় অপরাধ করাবে তোমাকে দিয়ে। চাইলেও আর পেয়ারা গাছটির মতন বড় হয়ে যাওয়া সেই অভ্যাসগুলোকে তুমি তোমার জীবন থেকে উপড়ে ফেলতে পারবে না। সেগুলো তোমার জন্যে অনেক বড় ক্ষতির কারন হয়ে দাঁড়াবে। '
'তাই তুমি ছোট থাকতেই এই দুষ্টুমির অভ্যাসগুলোকে তোমার জীবন থেকে উপরে ফেলে দাও।
'
ছেলেটি এরপর আর দুষ্টুমি করেছিলো বলে শোনা যায় নি। আপনিও গল্পটি থেকে শিক্ষা নিয়ে আপনার বদভ্যাসগুলো আরো শক্তভাবে শিকড় গেড়ে বসার আগেই সেগুলো পরিত্যাগ করুন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।