আমাদের কথা খুঁজে নিন

   

লন টেনিস - অষ্ট্রেলিয়ান ওপেন ২০১০ - ১ম রাউন্ড - রজার ফেদেরার।

বিশেষ কিছু নেই বলার মত। প্রতিবাদী একজন মানুষ আমি। অনেকেরই মত...... :)
প্রথম রাউন্ডেই মোটামুটি বাধার মুখে পড়েছিলেন সুইস টেনিস সম্রাট রজার ফেদেরার। র‌্যাংকিং এর ৩৭ নম্বরে থাকা রাশিয়ান খেলোয়াড় ইগর আন্দ্রিভের সাথে অষ্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলা ছিলো ফেদেরারের। প্রথম সেটটিই হেরে গিয়ে শুরু করেছেন।

তবে ম্যাচ ৪-৬, ৬-২, ৭-৬, ৬-০ গেমের ব্যবধানের জয় দিয়েই শেষ করেছেন। মাঝে ইগর আন্দ্রিভ আবারও বাধার সৃষ্টি করেছিলেন তৃতীয় সেটে। ফেদেরার প্রথম সেটে হেরে যাওয়ার পর তাঁর পুরানো স্বভাব অনুযায়ীই খেলায় ফেরেন দ্বিতীয় সেট সহজেই জয় করে। তবে তৃতীয় সেটে আবারও বাধার মুখে পড়েন তিনি। শুরুতে তিনি এগিয়ে ছিলেন ৪-৩ গেমে।

সেখান থেকে কিছুক্ষণ পরই স্কোর হয়ে যায় ৫-৬। আন্দ্রিভ তিনটি সেট পয়েন্ট মিস করেন। এবং সুযোগসন্ধানী ফেদেরার সেটা কাজে লাগান এবং যথারীতি সেট গড়ায় টাইব্রেকারে। সেখানে ফেদেরার তাঁর টাইব্রেকার দক্ষতা কাজে লাগিয়ে টাইব্রেকারটি জেতেন ৭-২ ব্যবধানে এবং সেই সাথে সেটটি ৭-৬ ব্যবধানে। এরপর চতুর্থ সেটে ফেদেরার ইগর আন্দ্রিভকে এককথায় উড়িয়ে দিয়ে ৬-০ ব্যবধানে সেটটি জেতেন।

এবং সেই সাথে ৪-৬, ৬-২, ৭-৬, ৬-০ ব্যবধানে ম্যাচটি জিতে তিনি উঠে গেলেন অষ্ট্রেলিয়ান ওপেন ২০১০ এর দ্বিতীয় রাউন্ডে। ম্যাচটিতে ইগর আন্দ্রিভ করেছেন ৫৫টি আনফোর্সড এরর এবং ৭টি ডাবল ফল্ট। সেই সাথে করেছেন ২টি এইস এবং উইনারের সংখ্যা ২৬টি। বিপরীতে রজার ফেদেরার করেছেন ৩৮টি আনফোর্সড এরর এবং ৩টি ডাবল ফল্ট। সেই সাথে উইনারের সংখ্যা ২৯টি এবং এইস করেছেন ৯টি।

দ্বিতীয় রাউন্ডে ফেদেরার মুখোমুখি হবেন আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও চেলা(৭২) কিংবা রোমানিয়ার ভিক্টর হানেস্কু(৪৭)র। ============================================ আপনি কি একজন টেনিস প্রেমিক-প্রেমিকা? যোগদান করতে পারেন "লন টেনিস" নামক এই গ্রুপটিতে..... Click This Link যদি আপনার প্রিয় খেলোয়াড় হন রজার ফেদেরার, তবে আপনি "ফ্যান অব রজার ফেদেরার" নামক গ্রুপটিতে আমন্ত্রিত.... Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।