আমাদের কথা খুঁজে নিন

   

আমি যখন স্কাউট : জাম্বুরি স্মৃতি

মানুষ চাই.....সতিকারের মানুষ খুঁজছি....
গত শনিবার বাসে আসার পথে প্রথম আলোতে নিচের ছবিটা দেখে কত যে স্মৃতি মনে পড়ে গেলো। ১৯৯৪ সালের জানুয়ারি, আমার জীবনের অন্যতম কয়েকটি সুখের দিন। লন্চে করে বিকেল বেলা যখন বাবা আমাদের সবাইকে ( আমি ছাড়া বাকীরাও তাঁর ছাত্র ) ঢাকার উদ্দেশ্যে বিদায় দিতে আসলো, তাঁর চোখ ছল ছল করে উঠলো। জন্মাবার পর এই প্রথম বরিশালের বাইরে বাবা-মা কে ছেড়ে যাচ্ছি। সাদেক স্যার তো সাথেই ছিলেন, তারপরও বাবার মন তো....।

পরদিন কুয়াশা ঢাকা সকালে ঢাকায় পৌছলাম, লন্চ ঘাটে আমাদের জন্য বাস অপেক্ষা করছিলো, সেখান থেকে কিছু নান্তা কিনে বাসে উঠে বসলাম, বাস সোজা ছেড়ে গেলো মৌচাক, গাজীপুরের দিকে। নাস্তা বাসেই সারলাম, প্রায় দুই ঘন্টা পর আমরা আমাদের গন্তব্যে পৌছলাম। মৌচাকের বিশাল ক্যাম্পাসের মাঠে জড় করে আমাদের তাঁবু দেয়া হলো, আমাদের নির্দিস্ট এরিনা ভাগ করে দেয়া হলো । এরিনায় গিয়ে তাঁবু টাঙ্গালাম, শুরু হলো আমাদের তাঁবু বাস। সারাদিন দড়ি আর বাঁশ দিয়ে আমাদের প্রয়োজনীয় আসবাব বানালাম।

বিকালে আবার সেই মাঠ, বোরিং উদ্ধোধনী অনুষ্ঠান, দাঁড়িয়ে থেকে প্রধান মন্ত্রীর বক্তৃতা শোনো, স্যালুট দাও..... যত্ত সব.... সন্ধ্যায় তাঁবুতে ফিরে আসলাম, প্রচন্ড শীত, খড়-কুটো পেতে বিছানা পাতলাম। শীতের কষ্টে ইচ্ছে করছিলো বাড়ি চলে যাই, বাবা-মা এর কথা মনে পড়ছিলো খূব, একটা চিঠি লিখলাম, পরের দিন অবশ্য পোস্টও করে ছিলাম, সেটা এখনও আমার বাবার আলমারীতে আছে। যা হোক, সময় মতো খেয়ে শূয়ে পড়লাম। পরের দিন শুরু হলো আমাদের অভিযান, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে স্টিকার সংগ্রহ, যেমন, টারজান রাইডিং, দড়িতে ঝুলে টারজানের মতো এক জায়গাথেকে অন্য জায়গায় যাওয়া, কম্পাস এবং লাঠি দিয়ে পথ বের করে গন্তব্যে পৌছানো, ইত্যাদি। প্রতিদিন নতুন চ্যালেন্জ।

এরকম বিভিন্ন ইভেন্টের মাঝে কোথা থেকে যে এক সপ্তাহ কেটে গেলো টের পাইনি, এসবের মাঝে কষ্ট গুলো যেনো কোথায় চলে গেলো.... । শেষের দিনে স্টিকার বুক দেখিয়ে মেড়েল পেলাম, কি যে খুশি লাগছিলো তখন.... ভাষায় প্রকাশ করার মতো না। সবচেয়ে মজার ছিলো শেষ রাতের ক্যাম্প ফায়ার, খুব মজা করেছি সে সময়। প্রথম দিন বাবা-মা'কে ছেড়ে আসতে যতটা না খারাপ লেগেছে, শেষের দিন তাঁবু গুটিয়ে আসতে তার চেয়েও বেশি খারাপ লেগেছে...... গর্ব হয় আমি একজন স্কাউট। আর আপনাদের ধন্যবাদ আমার স্মৃতিকথা কষ্ট করে পড়ার জন্য...
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।